Afghanistan: 'নিজেদের মতামত চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির', বার্তা Putin-র

 আফগানিস্তানের 'পতন' রোধের ডাক।

Updated By: Aug 20, 2021, 11:37 PM IST
 Afghanistan: 'নিজেদের মতামত চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির', বার্তা Putin-র

নিজস্ব প্রতিবেদন: মার্কিন সেনা সরতেই ফের তালিবান-রাজ। আফগানিস্তানের 'পতন' রোধের ডাক দিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা দিলেন, 'নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির'।

এদিন মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘তালিবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সেই অনুযায়ীই এগোতে হবে আমাদের। যেন তেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে'। সঙ্গে যোগ করেন, 'তালিবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির'।

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে চিনা নাগরিকদের উপরে ফের হামলা, গদর শহরে বিস্ফোরণে মৃত ৬

আফগানিস্তানে তালিবান অভ্য়ুত্থান নিয়ে কেন নীরবতা? বিশ্বের ক্ষমতাশালী দেশগুলি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তালিবানের কর্তৃত্ব কার্যত মেনে নিয়েছে রাশিয়া। এমনকী,  পূর্বতন সোভিয়েত দেশগুলিতে স্থিতিশীলতা বজায় রাখতে তালিবান নেতৃত্বের সঙ্গে মস্কো যোগাযোগ রাখছে বলে শোনা যাচ্ছে। খাতায়-কলমে নিষিদ্ধ হলেও, সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার দু'পক্ষের বৈঠক হয়েছে। তা নিয়ে যখন সমালোচনা চলছে, তখন আফগান ইস্যুতে মুখ খুললেন পুতিন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.