Pakistan: পাকিস্তানে চিনা নাগরিকদের উপরে ফের হামলা, গদর শহরে বিস্ফোরণে মৃত ৬

দিন কয়েক আগে পাকিস্তানের উত্তর-পঞ্চিমাঞ্চলে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৯ চিনা ইঞ্জিনিয়ারের। 

Updated By: Aug 20, 2021, 11:07 PM IST
Pakistan: পাকিস্তানে চিনা নাগরিকদের উপরে ফের হামলা, গদর শহরে বিস্ফোরণে মৃত ৬
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে (Pakistan) ভয়াবহ বিস্ফোরণ। বালুচিস্তানের গদর শহরে(Gwadar City) বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ চিনা নাগরিকের। প্রাথমিক খবর অনুযায়ী, বালোচ স্বাধীনতাকামী বাহিনী  (Baloch Fighters) এই হামলা করেছে।

জানা গিয়েছে,গদর শহরে চিনা নাগরিকদের গাড়িতে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বালুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানির দাবি, কাছেই খেলছিল ২ শিশু। তাদের মৃত্যু হয়েছে। এক চিনা নাগরিকের সামান্য চোট লেগেছে। মৃত্যু হয়েছে চালক-সহ ৩ জনের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও সিটিডি দল। ঘটনায় বালোচ যোদ্ধারা জড়িত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।            

দিন কয়েক আগে পাকিস্তানের উত্তর-পঞ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৯ চিনা ইঞ্জিনিয়ারের। পাকিস্তানে আর্থিক করিডর (CPEC) প্রকল্পে কাজ করছিলেন তাঁরা। ওই বিস্ফোরণের এতটাই ভীত হয়ে পড়েছেন চিনা নাগরিকরা (Chinese Nationals) যে ভাইরাল ভিডিয়োয় তাঁদের একে-৪৭ হাতে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। ঘটনার তদন্তে দল পাঠায় বেজিং। সমস্ত চিনা নাগরিকদের সুরক্ষার আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান  (Imran Khan)।              

বৃহস্পতিবার সিন্ধ প্রদেশের বহাবন নগরে শিয়া সম্প্রদায়ের সমাবেশের উপরে হামলা করা হয়। ঘটনায় মারা যান ৫ জন। প্রায় ৪০ জন জখম হয়েছেন। হুড়োহুড়ির সুযোগ নিয়ে পালিয়ে যায় হামলাকারী। 

আরও পড়ুন- Afghanistan: তালিবানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারত? স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.