শনির উপগ্রহরা ডাইনোসরের থেকেও বয়সে ছোট
সন্ধেবেলায় আকাশের দিকে তাকালেই দেখা যায় অসংখ্য গ্রহ, নক্ষত্র। ছোট ছোট আলোর বিন্দুর মতো যুগ যুগ ধরে তারা আকাশে কোলে ভাসছে। দেখলেই মনে হয় এরা আমাদের থেকে যত দূরে রয়েছে তার থেকে অনেক বেশি এদের বয়স। এতদিন বিজ্ঞানও এমনটা ভাবত। কিন্তু আদতে তা নয়। শনির উপগ্রহ রিহা, এনসেলাডুস, এরা তো সেদিনের শিশু। ডাইনোসররাও ওদের জন্মাতে দেখেছে।
Updated By: Mar 26, 2016, 04:03 PM IST