শনির উপগ্রহরা ডাইনোসরের থেকেও বয়সে ছোট

সন্ধেবেলায় আকাশের দিকে তাকালেই দেখা যায় অসংখ্য গ্রহ, নক্ষত্র। ছোট ছোট আলোর বিন্দুর মতো যুগ যুগ ধরে তারা আকাশে কোলে ভাসছে। দেখলেই মনে হয় এরা আমাদের থেকে যত দূরে রয়েছে তার থেকে অনেক বেশি এদের বয়স। এতদিন বিজ্ঞানও এমনটা ভাবত। কিন্তু আদতে তা নয়। শনির উপগ্রহ রিহা, এনসেলাডুস, এরা তো সেদিনের শিশু। ডাইনোসররাও ওদের জন্মাতে দেখেছে।

Updated By: Mar 26, 2016, 04:03 PM IST
শনির উপগ্রহরা ডাইনোসরের থেকেও বয়সে ছোট

ওয়েব ডেস্ক: সন্ধেবেলায় আকাশের দিকে তাকালেই দেখা যায় অসংখ্য গ্রহ, নক্ষত্র। ছোট ছোট আলোর বিন্দুর মতো যুগ যুগ ধরে তারা আকাশে কোলে ভাসছে। দেখলেই মনে হয় এরা আমাদের থেকে যত দূরে রয়েছে তার থেকে অনেক বেশি এদের বয়স। এতদিন বিজ্ঞানও এমনটা ভাবত। কিন্তু আদতে তা নয়। শনির উপগ্রহ রিহা, এনসেলাডুস, এরা তো সেদিনের শিশু। ডাইনোসররাও ওদের জন্মাতে দেখেছে।

হ্যাঁ, সত্যি। শনির উপগ্রহদের বয়স মাত্র ১০ কোটি বছর। অর্থাৎ পৃথিবীর বুকে যখন ডাইনোসরেরা ঘুরে বেড়াত, তখন সৃষ্টি হয়েছে শনির উপগ্রহেরা। বেশ কিছু বছর আগে পর্যন্ত মনে করা হত, শনির উপগ্রহেরা গ্রহের সঙ্গেই সৃষ্টি হয়েছে। কিন্তু ২০১২ সালে কিছু ফরাসী মহাকাশবিদের গবেষণার রিপোর্ট যা বলছে সেই অনুযায়ী শনির উপগ্রহদের বয়স মাত্র ১০ কোটি বছর। গ্রহ-উপগ্রহের মধ্যে মহাকর্ষের ফলে তৈরি জোয়ার-ভাটার প্রভাব লক্ষ্য করেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

.