Shooting at Alabama: জন্মদিনের পার্টিতে রক্তস্রোত! বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত্যু ৪ জনের...

Shooting at Alabama: এবার রক্তাক্ত উত্তর আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশে এক কিশোরের জন্মদিনের পার্টিতে হামলা চালাল বন্দুকবাজ। কদিন আগেই সেন্ট্রাল মেক্সিকোর এক ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় এক শিশু-সহ ছ'জনের মৃত্যু হয়েছে।

Updated By: Apr 17, 2023, 02:47 PM IST
Shooting at Alabama: জন্মদিনের পার্টিতে রক্তস্রোত! বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত্যু ৪ জনের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেন্ট্রাল মেক্সিকোর এক ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় এক শিশু-সহ ছ'জনের মৃত্যু হয়েছে কদিন আগেই। এবার রক্তাক্ত উত্তর আমেরিকা। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) আলাবামা (Alabama) প্রদেশে এক কিশোরের জন্মদিনের পার্টিতে (Birthday Party) হামলা চালাল বন্দুকবাজ। জন্মদিনের আনন্দ মুহূর্তে পরিণত হল অভিশাপে!এর জেরে মৃত্যু কমপক্ষে ৪ জনের, গুরুতর জখম হয়েছেন ২৮ জন। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্কের আবহ।

আরও পড়ুন: Germany: যুগান্তকারী! শান্তি ও সবুজের লক্ষ্যে পরমাণুশক্তিকে চিরতরে বিদায়, আনন্দ দেশ জুড়ে...

পুলিস সূত্রে জানা গিয়েছে, আলাবামা প্রদেশের রাজধানী মন্টগোমারি থেকে কিছুটা দূরে দাদেভিলি শহরের এক ডান্স স্টুডিয়োতে ১৬ বছরের এক কিশোরের জন্মদিনের পার্টি চলছিল। দিব্যি নাচ-গান, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড় চলছিল। হঠাৎ করেই সেখানে উড়ে আসতে শুরু করল গুলি!

ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন বার্থডে বয়-এর মা-সহ প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয় হাসপাতালে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাদেভিলি পুলিস এবং স্থানীয় গোয়েন্দা আধিকারিকেরা।

আরও পড়ুন: ২৭০০ বছর ধরে দৃশ্যমান, দেখা দেয় ৪১৫ বছর অন্তর! ক'দিন পরেই বিরল সেই লগ্ন...

হামলায় অভিযুক্ত বন্দুকবাজের হদিস এখনও মেলেনি। হামলার পিছনে কারা দায়ী এবং কেনই-বা তারা এই হামলা চালাল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.