South Korea: কুকুরের মাংস খেলেই যেতে হবে জেলে! দক্ষিণ কোরিয়ায় পাস হল নতুন আইন...

South Korea: গত বেশ কয়েক বছর ধরে কুকুরের মাংস খাওয়ার হার দক্ষিণ কোরিয়ায় এমনিতেও কমের দিকেই বলা চলে। তরুণরা এর ঘোর বিরোধিতা করে আসছে। নতুন আইনের আওতায় কুকুর জবাই, বিক্রির জন্য মাংস সরবরাহ নিষিদ্ধ করা হবে। এই আইনের ফলে কেউ দোষী সাবস্ত্য হলে, তাঁর জেলও হতে পারে বলে জানা গেছে।

Updated By: Jan 9, 2024, 07:32 PM IST
South Korea: কুকুরের মাংস খেলেই যেতে হবে জেলে! দক্ষিণ কোরিয়ায় পাস হল নতুন আইন...

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কুকুর জবাই ও কুকুরের মাংস বিক্রি বন্ধ করতে নতুন আইন পাস করা হল দক্ষিণ কোরিয়ায়। এই আইনের আওতায় ২০২৭ সালের মধ্যে কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে চায় সিউল। এই আইনের ফলে কোরিয়ায় শত বছর ধরে চলে আসা কুকুরের মাংস খাওয়ার চর্চাও শেষ হতে যাচ্ছে।

French Prime Minister: প্রকাশ্যে প্রধানমন্ত্রীর যৌনজীবন! সমপ্রেম নিয়ে তুঙ্গে চর্চা...

গত বেশ কয়েক বছর ধরে কুকুরের মাংস খাওয়ার হার দক্ষিণ কোরিয়ায় এমনিতেও কমের দিকেই বলা চলে। তরুণরা এর ঘোর বিরোধিতা করে আসছে। নতুন আইনের আওতায় কুকুর জবাই, বিক্রির জন্য মাংস সরবরাহ নিষিদ্ধ করা হবে। এই আইনের ফলে কেউ দোষী সাবস্ত্য হলে, তাঁর জেলও হতে পারে বলে জানা গেছে। কুকুর জবাই বা মারা হলে তিন বছরের কারাদণ্ডও হতে পারে জানা যাচ্ছে।

নতুন এই আইন, তিন বছর পর অর্থাৎ ২০২৭ সাল থেকে কার্যকর হবে। কুকুর ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের ভিন্ন কাজ খুঁজে নেওয়ার সুযোগ দিতেই এই সময় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই কাজে কুকুর উৎপাদক, কসাই ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে অবাক করা ব্যপার হল এই আইনের কোথাওই উল্লেখ করা হয়নি যে কুকুরের মাংস খাওয়া অবৈধ।

French PM Resigns: নির্বাচনের আগেই পদত্যাগ প্রধানমন্ত্রীর...

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোট দেড় হাজারেরও বেশি কুকুরের মাংসের রেস্তোরাঁ রয়েছে। ২০২৩ সাল অবধি দেশটিতে মোট ১১৫০টি কুকুরের খামার ছিল।

দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইওলেরই মোট ৬ টি কুকুর রয়েছে, যে কারণে তিনি এবং তাঁর স্ত্রী কিম কেওনও এই আইনকে স্বাগত জানিয়েছেন। বলা চলে, আন্তর্জাতিক পর্যায় কুকুর হত্য়ার কারণে চর্চার হাত থেকে রক্ষা পেতেই এমন সিদ্ধান্ত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.