নিউক্যাসেলের `কালবৈশাখী` সুপারসেলের ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
ঝড়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আরও বেশি ঝড় তুলে চমক লাগালো বিশ্বকে। একদল চিত্রগ্রাহকের ক্যামেরায় বন্দি হল নিউ ক্যাসেলের পূর্ব ওয়মিং প্রদেশের সুপারসেল ঝড়। গত ১৮ মে ওয়মিংর আকাশে হঠাত নাটকীয়ভাবে ঘণ্টায় ১০০ মাইল বেগে ধেয়ে আসে সুপারসেল।
ঝড়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আরও বেশি ঝড় তুলে চমক লাগালো বিশ্বকে। একদল চিত্রগ্রাহকের ক্যামেরায় বন্দি হল নিউ ক্যাসেলের পূর্ব ওয়মিং প্রদেশের সুপারসেল ঝড়। গত ১৮ মে ওয়মিংর আকাশে হঠাত নাটকীয়ভাবে ঘণ্টায় ১০০ মাইল বেগে ধেয়ে আসে সুপারসেল।
সুপারসেল হল আরও শক্তিশালী টর্নেডো যা ঘণ্টায় ১০০ মাইল বা তারও বেশি বেগে বইতে থাকে। বিস্তৃণ এলাকা জুড়ে এই ঝড়ের পরিধি হতে পারে। তবে এই ভয়ঙ্কর ঝড়ের ছবি বুঝিয়ে দিয়েছে কতখানি শক্তিশালী হতে পারে।
(picture and video :: Basehunters)