"মোদীর সঙ্গে কথা হয়েছে, সব ঠিক আছে", NRC নিয়ে মোদীর আশ্বাসে সন্তুষ্ট হাসিনা

সপ্তাহ খানেক আগে নিউ ইয়র্কে এনআরসি নিয়ে মোদীর সঙ্গে হাসিনার কথা হয়।

Updated By: Oct 4, 2019, 04:01 PM IST
"মোদীর সঙ্গে কথা হয়েছে, সব ঠিক আছে", NRC নিয়ে মোদীর আশ্বাসে সন্তুষ্ট হাসিনা

নিজস্ব প্রতিবেদন :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি হাসিনা জানান, বাংলাদেশের নাগরিকদের তিনি বলেছেন অসমের এনআরসি নিয়ে তাঁদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিক আছে।

ভারতের চূড়ান্ত নাগরিকপঞ্জিকরণ (NRC) নিয়ে নরেন্দ্র মোদীর আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, "বৈঠক সফল। এনআরসি নিয়ে কোনও সমস্যা নেই। ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসে আপাতত সেই উদ্বেগ কেটে গেছে।" হাসিনা আরও জানান, "আমি তো কোনও সমস্যা দেখছি না। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক আছে।"

আরও পড়ুন - মূর্তি ভাঙচুরের আশঙ্কা! বাংলাদেশে পালা করে চলছে দুর্গাপ্রতিমা পাহারা

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে নিউ ইয়র্কে এনআরসি নিয়ে মোদীর সঙ্গে হাসিনার কথা হয়। তখনও শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন নমো।

 

.