আইপিএলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলার অনুমতি মিলল

আইপিএলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলার অনুমতি দিল সে দেশের ক্রিকেট বোর্ড। তবে, নিরাপত্তার কারণে তামিলনাড়ুর কোনও মাঠে তাঁরা খেলতে পারবেন না। আইপিএল-এর বিভিন্ন দলে এবার শ্রীলঙ্কার মোট তেরোজন ক্রিকেটারের খেলার কথা।   

Updated By: Mar 28, 2013, 10:59 AM IST

আইপিএলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলার অনুমতি দিল সে দেশের ক্রিকেট বোর্ড। তবে, নিরাপত্তার কারণে তামিলনাড়ুর কোনও মাঠে তাঁরা খেলতে পারবেন না। আইপিএল-এর বিভিন্ন দলে এবার শ্রীলঙ্কার মোট তেরোজন ক্রিকেটারের খেলার কথা।   
শ্রীলঙ্কার ক্রিকেটারদের তামিলনাড়ুতে ঢুকতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার কোনও আম্পায়ার এবং সাপোর্ট স্টাফকেও তামিলনাড়ুতে ঢুকতে দেওয়া হবে না। দুদিন আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে একথা জানিয়ে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তারপরেই জরুরি বৈঠকে আইপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয়, নিরাপত্তার কারণেই চেন্নাইয়ের ম্যাচগুলিতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলানো হবে না। ফ্রাঞ্চাইজিগুলিকে সেকথা জানিয়েও দেওয়া হয়। কড়া প্রতিক্রিয়া আসে শ্রীলঙ্কা থেকেও।
শ্রীলঙ্কা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার নিশ্চিত আশ্বাস না পেলে, আইপিএলএ নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না তারা। আইপিএল-এ বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে এবার মোট ১৩ জন শ্রীলঙ্কার ক্রিকেটারের খেলার কথা। তাঁর মধ্যে দুই ক্রিকেটার দুটি টিমের অধিনায়কও। বুধবার অবশ্য সেই অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিসিসিআই নিরাপত্তার আশ্বাস দেওয়ায় আইপিএল-এ নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি দিচ্ছে তারা। তবে কোনও ক্রিকেটারই তামিলনাড়ুর কোনও মাঠে খেলতে পারবেন না।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এই অবস্থানের সমালোচনা করেছেন সে দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং রাজনীতিক অর্জুন রণতুঙ্গা। তাঁর অভিযোগ, ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়ে শ্রীলঙ্কা সেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকেই স্বীকৃতি দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। কারণ শ্রীলঙ্কা সেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেই, তামিলনাড়ুতে সে দেশের ক্রিকেটারদের খেলতে দিচ্ছেন না জয়ললিতা।
 

.