মানুষের ব্লাডার থেকে বের হল অস্ট্রিচ পাখির ডিমের সমান পাথর!
ওয়েব ডেস্ক: অপারেশনের পর মানুষের শরীর থেকে ডাক্তাররা বের করে আনলেন অস্ট্রিচ পাখির ডিমের সমান পাথর। চিকিৎসা বিজ্ঞানের এই খবরেই এখন সরগরম সোশ্যাল মাধ্যম।
ডেকান ক্রনিক্যাল ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী ক্যালিফোর্নিয়া হাসপাতালে ৬৪ বছর বয়সী রোগীর ব্লাডার থেকে অপারেশন করে বের করে আনা হয়েছে ৭৭০ গ্রামের স্টোন। চিকিৎসকরা জানাচ্ছেন, মানবদেহে ৪.৭ ইঞ্চি x ৩.৭ইঞ্চি আয়তনের এই বিশালাকার স্টোন গঠনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। তবে ওই ওয়েবসাইট সূত্রে খবর, মানুষের শরীরে এই স্টোনের থেকেও আরও বড় স্টোন পাওয়ার নজির রয়েছে । ব্রাজিলে এর আগে একটি অপারেশনে ৭ ইঞ্চি x ৫ ইঞ্চি আকারের স্টোন বের করে আনা হয়েছিল।
মায়ো ক্লিনিকের মত, খালি থলিতেই কেবল স্টোনের আকার সম্পূর্ণ ভাবে ধরা পরা সম্ভব। ব্লাডারে স্টোনের কারণে রোগী তল পেটে অসম্ভব ব্যাথা অনুভব করে। এমনকি মূত্রের সঙ্গে অনেকসময়ই রক্তক্ষরণও দেখা যায়। তবে অনেক সময়ই ব্লাডারে স্টোন গঠনের কোনও উপসর্গ রোগীর শরীরে নাও দেখা দিতে পারে, এমনই জানাচ্ছেন চিকিৎসকরা।