মারা গেল বঙ্গ বাহাদুর

শেষ রক্ষা আর হল না। মারা গেল বঙ্গ বাহাদুর। তার আর যাওয়া হল না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সাফারি পার্কে। ব্রহ্মপুত্রের জলে ভেসে অসম থেকে রৌমারি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এই হাতিটি। ২৮ জুন বাংলাদেশে ঢুকলেও বেশ কয়েকদিন পর ক্লান্ত বানভাসি হাতিটিকে উদ্ধার করে বাংলাদেশে বনবিভাগ। নাম দেয় বঙ্গ বাহাদুর। হাতিটির চিকিত্‍সা শুরু করা হয়। গতকালই ১২টি স্যালাইন দেওয়া হয় বঙ্গ বাহাদুরকে। কিন্তু এত কিছু করেও বাঁচানো যায়নি তাকে। হাতিটিকে গত বৃহস্পতিবার ও রবিবার দু দফায় চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়।

Updated By: Aug 16, 2016, 03:04 PM IST
মারা গেল বঙ্গ বাহাদুর

ওয়েব ডেস্ক: শেষ রক্ষা আর হল না। মারা গেল বঙ্গ বাহাদুর। তার আর যাওয়া হল না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সাফারি পার্কে। ব্রহ্মপুত্রের জলে ভেসে অসম থেকে রৌমারি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এই হাতিটি। ২৮ জুন বাংলাদেশে ঢুকলেও বেশ কয়েকদিন পর ক্লান্ত বানভাসি হাতিটিকে উদ্ধার করে বাংলাদেশে বনবিভাগ। নাম দেয় বঙ্গ বাহাদুর। হাতিটির চিকিত্‍সা শুরু করা হয়। গতকালই ১২টি স্যালাইন দেওয়া হয় বঙ্গ বাহাদুরকে। কিন্তু এত কিছু করেও বাঁচানো যায়নি তাকে। হাতিটিকে গত বৃহস্পতিবার ও রবিবার দু দফায় চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়।

.