মায়ানমারের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আং সাং সুকি

পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মায়ানমারের কিংবদন্তী নেত্রী আং সাং সুকি। তবে অবশ্যই তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পুনরায় নথিবদ্ধ হওয়ার পর। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্ব বেড়েছে সু কি-র। জোরদার হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা।

Updated By: Oct 31, 2011, 11:04 AM IST

পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মায়ানমারের কিংবদন্তী নেত্রী আং সাং সুকি। তবে অবশ্যই তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পুনরায় নথিবদ্ধ হওয়ার পর। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্ব বেড়েছে সু কি-র। জোরদার হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা।
দীর্ঘদিন গৃহবন্দি জীবন কাটিয়েছেন মায়ানমারের গণতন্ত্রকামী কিংবদন্তী নেত্রী আং সাং সুকি। তাঁর রাজনীতি করা বন্ধ করেছিল জুন্টা সরকার। উনিশশো অষ্টআশির পর থেকে দীর্ঘদিন সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন দ্বীপের মতো জীবন কাটিয়েছেন তিনি। সেসময় মায়ানমারে ক্ষমতাসীন ছিল জুন্টা সরকার। কুড়ি বছরে মায়ানমারে প্রথম নির্বাচন হয় গত নভেম্বরে। মায়ানমার সেনা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। আর তার পর থেকেই ছবিটা পাল্টাতে শুরু করে একটু একটু করে। নির্বাচিত সরকার বেশকিছু সংস্কারের পথে হাঁটার ইচ্ছে দেখায়। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আং সাং সুকির সঙ্গে কথোপকথন শুরু করা যার অন্যতম। আসলে পূর্বতন জুন্টা সরকারের ওপর পাশ্চাত্যের বলবত হওয়া অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারই বর্তমান নির্বাচিত সরকারের অন্যতম লক্ষ্য।
সু কি-র সাহায্য ছাড়া যা সম্ভব নয়। সেকারণেই বারে বারে আং সাং সু কি-র সঙ্গে বৈঠকে বসেছেন নতুন সরকারের মন্ত্রী আং কি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় সু কি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় গতবছর। সংশোধিত আইনে এনএলডি পুনরায় নথিবদ্ধ হতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তবে সংশোধিত আইনে কী লেখা রয়েছে তা দেখার পরেই সিদ্ধান্ত নেবেন বলে সু কি জানিয়েছেন। এবছরের শেষে উপনির্বাচন হতে পারে মায়ানমারে। মায়ানমার সরকারই সু কি এবং তাঁর দলের প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টে। সেকারণেই আসন্ন উপনির্বাচনে সু কির প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা জোরদার হয়েছে।

.