বাঁধ ভাঙা চাঁদ
রবিবারই এবছরের পূর্ণিমার চাঁদ সবচেয়ে বড় আর উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে আকাশে। বিজ্ঞানীরা একেই বলছেন সুপার মুন। এ বছরের অন্যান্য দিনের পূর্ণিমার চাঁদের থেকে এই সুপার মুন প্রায় ১০ শতাংশ বড় এবং ২৫ শতাংশ বেশি উজ্জ্বল।
রবিবারই এবছরের পূর্ণিমার চাঁদ সবচেয়ে বড় আর উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে আকাশে। বিজ্ঞানীরা একেই বলছেন সুপার মুন।
চাঁদ যেহেতু উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে ফলে কোনও একটা সময় চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। কক্ষপথের যে বিন্দুতে পৌঁছে চাঁদ বছরের অন্য সময়ের চেয়ে পৃথিবীর সবচেয়ে কাছে আসে সেই বিন্দুটিকে বলে অ্যাপোজি। রবিবার পূর্ণিমার চাঁদ ভারতীয় সময় সকাল ৯ টায় তার অ্যাপোজিতে পৌঁছেছে। সেই সময় তার পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় ৩ লক্ষ ৫৪ হাজার কিলোমিটার। বছরের অন্যান্য দিন এই দূরত্ব থাকে প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। সেই কারণেই চাঁদ পৃথিবীর কাছাকাছি আসার ফলে আরও বড় দেখিয়েছে।
এ বছরের অন্যান্য দিনের পূর্ণিমার চাঁদের থেকে এই সুপার মুন প্রায় ১০ শতাংশ বড় এবং ২৫ শতাংশ বেশি উজ্জ্বল।
তবে এটা বিরল ঘটনা নয়। প্রায় প্রতি বছরই চাঁদ পূর্ণিমার সময় একবার অত্যন্ত তার অ্যাপোজিতে পৌঁছোয়। দেবীপ্রসাদ দুয়ারির মতো জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সুপার মুন নিয়ে অনেক গুজব থাকলেও এর কোনও প্রভাব মানুষের শরীরে পড়ে না।