ফের সুপ্রিম কোর্টের নিশানায় পাক সরকার

সরকারের আনা নতুন আদালত অবমাননা আইন পাক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ায় ফের সাংবিধানিক সঙ্কটে পাকিস্তান। সেই সঙ্গে ইউসুফ রাজা গিলানীর উত্তরসূরি রাজা পারভেজ আশরফের ক্ষমতায় টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।

Updated By: Aug 4, 2012, 11:38 AM IST

সরকারের আনা নতুন আদালত অবমাননা আইন পাক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ায় ফের সাংবিধানিক সঙ্কটে পাকিস্তান। সেই সঙ্গে ইউসুফ রাজা গিলানীর উত্তরসূরি রাজা পারভেজ আশরফের ক্ষমতায় টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।
কিছুদিন আগে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে সরে দাঁড়াতে হয়েছিল পাকিস্তানের তত্‍কালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। মূলত পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জরদারির বিরুদ্ধে থাকা আর্থিক কেলেঙ্কারির মামলাগুলি ফের চালু না করাতেই এই শাস্তি পেতে হয়ছিল গিলানিকে। নতুন প্রধানমন্ত্রী রাজা পরভেজ আশরফকেও যাতে একই সমস্যায় পড়তে না হয় তাই তড়িঘড়ি নতুন আইন আনা হয়েছিল। কিন্তু পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ সেই আইনকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এখনও জরদারির বিরুদ্ধে মামলা চালু করেননি প্রধানমন্ত্রী আশরফ পারভেজ। নতুন আইন খারিজ হয়ে যাওয়ার ফলে এবার তাঁরও গদি হারানোর সম্ভাবনা প্রবল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.