সুইজারল্যান্ডের বাসেলের একটি ক্যাফেতে বন্দুকবাজের হানা

সুইজারল্যান্ডের বাসেলে বন্দুকবাজের হানা। একটি ক্যাফেতে হামলা চালায় ২বন্দুকবাজ। ২ জনের মৃত্যু হয়েছে। এক ব্যক্তি গুরুতর জখম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২জন বন্দুকবাজ ওই ৩ জনকে লক্ষ্য করেই গুলি চালায়। গুলি চালানোর পর রেল স্টেশনের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় প্রশাসন অবশ্য এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে দেখছে না।

Updated By: Mar 10, 2017, 09:31 AM IST
সুইজারল্যান্ডের বাসেলের একটি ক্যাফেতে বন্দুকবাজের হানা

ওয়েব ডেস্ক: সুইজারল্যান্ডের বাসেলে বন্দুকবাজের হানা। একটি ক্যাফেতে হামলা চালায় ২বন্দুকবাজ। ২ জনের মৃত্যু হয়েছে। এক ব্যক্তি গুরুতর জখম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২জন বন্দুকবাজ ওই ৩ জনকে লক্ষ্য করেই গুলি চালায়। গুলি চালানোর পর রেল স্টেশনের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় প্রশাসন অবশ্য এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে দেখছে না।

আরও পড়ুন জার্মানিতে চলন্ত ট্রেনে কুঠার হামলা, আহত সাত যাত্রী

অন্যদিকে, জার্মানিতে চলন্ত ট্রেনে কুঠার হামলা। এই হামলায় আহত হলেন ৭জন। বৃহস্পতিবার রাতে ডাসেলডর্ফ থেকে লাফিয়ে ট্রেনে ওঠে এক আততায়ী। ট্রেনের যাত্রীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কুঠার চালাতে থাকে সে। হঠাত্‍ ওরকম ঘটতে দেখে আতঙ্কে যাত্রীরা পালাতে শুরু করে। কুঠার হামলায় আহত ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এর মধ্যে রয়েছেন ২জন মহিলা। যদিও পালাতে পারেনি আততায়ী। শেষ পর্যন্ত আততায়ীকে ধরে ফেলে পুলিস। পুলিস জানিয়েছে, যুগোস্লোভিয়ার বংশদ্ভূত ওই যুবক জার্মানির ডাসেলডর্ফে থাকে। সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিস।

আরও পড়ুন  ইরাকে বিয়ের অনুষ্ঠানে জঙ্গি হানা, মৃত ২৬

.