Syria Mass Grave: নির্মম নৃশংস অকথ্য নির্যাতনের ফল! এক কবরেই ১ লাখ মানুষের মৃতদেহ...

Syria Mass Grave: সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ আছে! উফ! ভয়ংকর! হাড়হিম করা একটি খবর। সিরিয়ার সদ্য-ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি।

Updated By: Dec 17, 2024, 06:01 PM IST
Syria Mass Grave: নির্মম নৃশংস অকথ্য নির্যাতনের ফল! এক কবরেই ১ লাখ মানুষের মৃতদেহ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে, সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ আছে! উফ! ভয়ংকর! হাড়হিম করা একটি খবর। সিরিয়ার সদ্য-ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি। জানা গিয়েছে, সিরিয়ার রাজধানী দামাস্কাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ নামের জায়গায় অবস্থিত ওই গণকবরের।

আরও পড়ুন: EXPLAINED | High Magnitude Earthquake: তীব্র ভূকম্পে কাঁপল ৬০ কিমি গভীর মাটি! ভেঙে পড়ল দূতাবাস, দুলে উঠল গভীর সমুদ্র...

সিরিয়ায় গত কয়েক বছরে যে পাঁচটি গণকবরের সন্ধান মিলেছে, তারই একটি এটি। এখানে অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে বলে খবর। সিরিয়ায় এখনও পর্যন্ত জানতে পারা এই পাঁচটি কবর ছাড়াও এখানে আরও অনেক গণকবর রয়েছে বলে মনে করে সংশ্লিষ্ট মহল। এইসব গণকবরে বাশারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন সিরিয়ার নাগরিক। তবে শুধু সিরিয়ার নাগরিক নন, মার্কিন ও ব্রিটিশ-সহ বিভিন্ন দেশের নাগরিকদেরও ও ঠাঁই হয়েছে এই অন্ধকূপে।

২০১১ সালে বাশার আল-আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময়ে ওই বিক্ষোভ দমাতে খড়্গহস্ত হন স্বৈরশাসক বাশার আল-আসাদ। বলা হয়, সিরিয়ায় শেষ ১৩ বছরে সেখানে চলা গৃহযুদ্ধের জেরে বাশারবাহিনীর হাতে অন্তত কয়েক লাখ মানুষ মারা গিয়েছেন।

আরও পড়ুন: Tarapith Mandir: তারাপীঠ মন্দিরে এবার নতুন নিয়ম! কখন খুলবে মন্দির, ক'টায় বন্ধ? লাইনে দর্শন নয়? গর্ভগৃহে ঢোকা বন্ধ?

বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেছিলেন। ২০০০ সালের বাবার মৃত্যুর পর প্রেসিডেন্ট হন বাশার আল-আসাদ। তিনিও টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন। বাশারের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অবশেষে পতন হল তাঁর সরকারের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.