অগ্নিগর্ভ ব্যাঙ্ককে আন্দোলনের চাপে পথে বসতে পারেন প্রেসিডেন্ট!

গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে অগ্নিগর্ভ ব্যাঙ্কক। আন্দোলনের জেরে যে কোনও মুহুর্তে ক্ষমতা হারাতে পারেন প্রেসিডেন্ট ইঙ্গলাঙ সিনাওয়াত্রা। সাধারণ মানুষের বিক্ষোভে গত কয়েকদিন ধরে কার্যত অবরুদ্ধ রাজধানী ব্যাঙ্কক। উত্তাপ ক্রমশ চড়ছে।

Updated By: Dec 1, 2013, 03:11 PM IST

গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে অগ্নিগর্ভ ব্যাঙ্কক। আন্দোলনের জেরে যে কোনও মুহুর্তে ক্ষমতা হারাতে পারেন প্রেসিডেন্ট ইঙ্গলাঙ সিনাওয়াত্রা। সাধারণ মানুষের বিক্ষোভে গত কয়েকদিন ধরে কার্যত অবরুদ্ধ রাজধানী ব্যাঙ্কক। উত্তাপ ক্রমশ চড়ছে।

আজও রাজধানীর বিভিন্ন জায়গায় জনতা-পুলিস খন্ডযুদ্ধ বাধে। এখনও পর্যন্ত হিংসায় মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন ১২ জন। সব সরকারি ভবনগুলি দখল করার হুমকি দেওয়া হয়েছে। বিক্ষোভ সামলাতে নেমেছে রায়ট পুলিস। জায়গায় জায়গায় বসেছে পুলিস পিকেট।

ক দিন আগেই ব্যাঙ্ককের ১৩টি স্থান থেকে বিক্ষোভকারীরা এসে মন্ত্রণালয় এলাকায় অবস্থান নিয়েছিল। মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর অর্থ মন্ত্রণালয় ভবনের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। প্রায় এক হাজার বিক্ষোভকারী ভবন চত্বরে প্রবেশ করেছিল। ব্যাঙ্কক শহরে সরকারি অফিস, সেনা ও নৌ ঘাঁটি এবং রাষ্ট্রীয় টেলিভিশনগুলোর সামনে তিন হাজারের বেশি বিক্ষোভকারী অবস্থান নিয়ে ‘চলে যাও’ বলে স্লোগান দিয়েছে।

.