Rocket Launch from the Gaza Strip: শরণার্থীশিবিরে ইজরায়েলের অভিযান, নিহত ৬ প্যালেস্টাইনবাসী, আহত অনেকে...
Rocket Launch from the Gaza Strip: উত্তাপ কমছে না ইজরায়েল প্যালেস্টাইনেও। মাঝে-মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে এদের মধ্যেকার বিরোধের হাওয়া। এর জেরে ফের উত্তপ্ত ওয়েস্ট ব্যাঙ্ক। সেখানকার এক শরণার্থী শিবিরে ইজরায়েলি সেনার অভিযানে মৃত্যু হয়েছে ছয় প্যালেস্তাইনি নাগরিকের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তাপ কমছে না ইজরায়েল প্যালেস্টাইনেও। মাঝে-মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে এদের মধ্যেকার বিরোধের হাওয়া। এর জেরে ফের উত্তপ্ত ওয়েস্ট ব্যাঙ্ক। সেখানকার এক শরণার্থী শিবিরে ইজরায়েলি সেনার অভিযানে মৃত্যু হয়েছে ছয় প্যালেস্তাইনি নাগরিকের। আহত হয়েছেন অন্তত ২৬ জন প্যালেস্তাইনি। ইজরায়েলের সেনার দাবি, প্যালেস্তাইনিদের পাল্টা হামলায় তাদের বাহিনীর তিন জন সদস্য গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: Imran Khan: তোষাখানা-কাণ্ডে আপাতত স্বস্তি ইমরানের! হাজিরা কি দেবেন, কবে নাগাদ গ্রেফতারি?
গত কয়েক সপ্তাহ ধরেই উত্তর ওয়েস্ট ব্যাঙ্কের নানা এলাকায় অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। গত সপ্তাহে ‘জেনিন ব্রিগেড’ নামে এক প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠীর সদস্যের হাতে ওয়েস্ট ব্যাঙ্কের হাওয়ারায় ইজরায়েলের দুই নাগরিকের মৃত্যু হয়। তাঁরা সম্পর্কে ভাই ছিলেন। ওই দুই ভাইয়ের খুনে জড়িত আব্দুল ফতাহ খারুশাহ নামে বছর উনপঞ্চাশের এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছিল ইজরায়েলি সেনা।
মঙ্গলবার রাতে জেনিন শরণার্থী শিবিরে আব্দুলের উপস্থিতির খবর পায় ইজরায়েলি সেনা। তার পরেই শুরু হয় অভিযান। ইজরায়েল সরকার জানিয়েছে, সেই হামলার বদলা নিতে বুধবার সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছিল হামাস বাহিনী। কিন্তু সেই রকেট ইজরায়েলের ভূখণ্ড পর্যন্ত না পৌঁছে গাজা ভূখণ্ডের মধ্যেই ভেঙে পড়ে। তবে এতে হতাহতের খবর নেই ।
এর আগে প্রত্যক্ষদর্শীরা বলেন, শরণার্থীশিবিরের বাসিন্দারা একটি পাহাড়ের উপর ট্রাক থেকে ইজরায়েলি সেনাদের নামতে দেখেন। সেনারা উপর থেকে ওই শিবিরের দিকে দেখছিলেন। ঠিক এই সময়ে শিবিরে থাকা যোদ্ধারা ইজরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
ইজরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে তাদের বাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে। ওই বাড়িতে সন্দেহভাজন ব্যক্তি অন্য যোদ্ধাদের নিয়ে ছিলেন। ওই বাড়ি লক্ষ্য করে ইজরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে। বন্দুকধারীদের মধ্যে যারা নিহত তাদের একজনের নাম আবদেল ফাত্তাহ খারুসা। প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের সদস্য তিনি। ইজরায়েলের দাবি, ২৬ ফেব্রুয়ারি প্যালেস্টাইনের হুওয়ারা গ্রামের কাছে একটি নিরাপত্তাচৌকিতে এক গাড়িতে বসে থাকা দুই ইজরায়েলিকে গুলি করেছিলেন খারুসা।
হামাস ও ইসলামিক জিহাদের বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তিদের সবাই জঙ্গি সংগঠন হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর সদস্য ছিলেন। হামাসের সশস্ত্র শাখার এক বিবৃতিতে বলা হয়-- দখলদারির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ জোরালো করতে আমরা আমাদের যোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের দখল হয়ে যাওয়া ভূখণ্ডের সর্বত্র এ লড়াই চালাতে হবে।