দেহের বাইরে অন্ত্র, জটিল জন্ম ত্রুটির শিকার এই শিশু

Updated By: Oct 12, 2017, 06:23 PM IST
দেহের বাইরে অন্ত্র, জটিল জন্ম ত্রুটির শিকার এই শিশু

ওয়েব ডেস্ক : জন্মের একঘণ্টা পরই তিনঘণ্টার অস্ত্রোপচার। ছোট্ট শরীরে চলল ছুরি-কাঁচি। আসলে দেহের বাইরে অন্ত্র নিয়ে জন্মেছিল ছোট্ট আভা রোজ নাইটেঙ্গল। চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় গ্যাসট্রোকাইসিস।

এটি আসলে জন্মগত ত্রুটি। যার ফলে তলপেটের অন্তঃস্তরের (abdominal wall) গঠন ঠিকমত হয় না। নাভি পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে অন্ত্র। নাইটেঙ্গলের জন্মের কয়েক মিনিটের মাথাতেই তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মা চোলে ওয়াল্টার্স। চোলে জানিয়েছেন, গর্ভাবস্থার ১৬ সপ্তাহের মাথাতেই ধরা পড়ে তাঁর সন্তানের গ্যাস্ট্রোকাইসিস রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে সংক্রমণ এড়াতে ছোট্ট নাইটেঙ্গলকে একটা ফিনফিনে পাতলা প্লাস্টিকে জড়িয়ে রাখা হয়েছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। নলের মাধ্যমে তাকে খাওয়ানো হচ্ছে। তবে আশার কথা, তিনঘণ্টার সফল অস্ত্রোপচারের পর নাইটেঙ্গল এখন সুস্থ হওয়ার পথে।

আরও পড়ুন, মেয়ে 'লক্ষ্মী'র সঙ্গে 'বিষ্ণু'র বিয়ে দিলেন আরেক 'বাবা'! ভাইরাল ছবি

.