ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন এলাকা

জঙ্গি নাশকতা প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপের পারদ বাড়ার মধ্যেই এবার ঘটে গেল ভূমিকম্প। কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন এলাকা। ভূমিকম্পের উত্‍সস্থল পাকিস্তানের মিঙ্গোরা থেকে ১১৭ কিলোমিটার পূর্বে হিন্দুকুশ পর্বতমালায়। ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়ায় সেদেশের বাসিন্দাদের মধ্যে।

Updated By: Oct 1, 2016, 04:19 PM IST
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন এলাকা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জঙ্গি নাশকতা প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপের পারদ বাড়ার মধ্যেই এবার ঘটে গেল ভূমিকম্প। কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন এলাকা। ভূমিকম্পের উত্‍সস্থল পাকিস্তানের মিঙ্গোরা থেকে ১১৭ কিলোমিটার পূর্বে হিন্দুকুশ পর্বতমালায়। ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়ায় সেদেশের বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন- ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে ফের গোলাগুলি পাক সেনার

পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, রিখটার স্কেলে ৫.৫ তীব্রতার এই ভূমিকম্পে ইসলামাবাদ, গিলগিট, চিলাস, পেশওয়ার সহ একাধিক এলাকা কেঁপে ওঠে।

এই ভূমিকম্পের ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, সব রকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।

.