সিনেমাহলে খাবার পাচারে অভিনব ফন্দি এই 'গর্ভবতী'র
মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে ঢুকতে গিয়ে নিশ্চই বাধার মুখে পড়েছেন আপনিও? নিয়মের গেরোয় প্রেক্ষাগৃহের দোরগোড়ায় জমা রাখতে হয় খাবারভর্তি যাবতীয় তল্পিতল্পা। আর ভিতরে ঢুকলেই খাবারের অগ্নিমূল্যে পকেট পোড়ে আম আদমির। এ সমস্যা যদি শুধু এদেশের ভাবেন তাহলে ভুল করবেন। গোটা বিশ্বেই ছবিটা একই রকম। সেই বজ্রআঁটুনির ফস্কা গেরো খুঁজে বার করলেন এক মহিলা। অ্যাঞ্জেনা ব্রিকস নামে ওই মহিলা সোশ্যাল সাইটে সেই ফন্দি ফাঁস করতেই ভাইরাল হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে ঢুকতে গিয়ে নিশ্চই বাধার মুখে পড়েছেন আপনিও? নিয়মের গেরোয় প্রেক্ষাগৃহের দোরগোড়ায় জমা রাখতে হয় খাবারভর্তি যাবতীয় তল্পিতল্পা। আর ভিতরে ঢুকলেই খাবারের অগ্নিমূল্যে পকেট পোড়ে আম আদমির। এ সমস্যা যদি শুধু এদেশের ভাবেন তাহলে ভুল করবেন। গোটা বিশ্বেই ছবিটা একই রকম। সেই বজ্রআঁটুনির ফস্কা গেরো খুঁজে বার করলেন এক মহিলা। অ্যাঞ্জেনা ব্রিকস নামে ওই মহিলা সোশ্যাল সাইটে সেই ফন্দি ফাঁস করতেই ভাইরাল হয়েছে।
সেজন্য অ্যাঞ্জেলা খুঁজে বার করেছেন থার্মাকোলের একটি অর্ধগোলক। যা জামার মধ্যে এমন ভাবে ভরেছে যে বাইরে থেকে দেখে মনে হবে গর্ভবতী ওই মহিলা। আর সেই থার্মাকোলের গোলকের মধ্যে পছন্দের খাবার ভরে অবলীলায় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে খাবার নিয়ে ঢুকে পড়তে পারেন প্রেক্ষাগৃহে।
Found a brand new way to get your snacks into a movie pic.twitter.com/eDcOwjLiMU
— Angela Brisk (@AngelaBrisk) November 19, 2017
ফন্দিটা মন্দ না হলেও এই পদ্ধতি কতবার কার্যকর করা যাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে ফাঁক গলতে পারলে মজাই আলাদা। ইতিমধ্যেই অঞ্জেলার পোস্ট করা সেই ছবিতে ১৯ হাজার রিটুইট এবং ৪০ হাজার লাইক পড়েছে। তবে এই পুরুষদের ক্ষেত্রে পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকছে।
মানতেই হবে অঞ্জেলার বুদ্ধির জুড়ি নেই। নিজেই দেখে নিন কে কী বলছেন...
Be alot pregnant women at concert festivals this summer.
— Truk Ruden (@dmbfanx2) November 20, 2017
You should go in with the semi circle and come out without it so everyone will be confused about you coming in pregnant and coming out not
— Blue Boo (@Xenox_Animation) November 22, 2017
Lots of guys are going to be pregnant now
— Aari (@ArtyWiseguy) November 23, 2017
Also, for men. pic.twitter.com/H1CFUWxWTG
— Sean Tibbetts (@SeanTibbetts87) November 21, 2017
I once tried to eat a Chinese in the cinema... did not go well..: not good food to eat in the dark
— Amy louise dabbs (@amy_louise_d) November 21, 2017
i've walked in before with a bowl of curry in my hand, they couldve either let me finish it on the spot, or hold it for me, but they let me through
— Yarwin (@yungtravla) November 22, 2017
Wouldn't work in the same cinema for more than 10 months at the most.
— ABW (@ABWDXB) November 21, 2017
Not all heroes wear capes..
— BRING BTS TO HOLLAND (@BTSDutchARMY) November 21, 2017