জানেন কোন তিনটে ইংরেজি শব্দ সারা বিশ্বে রোজ সবথেকে বেশিবার বলা হয়?
আপনার মাতৃভাষা যেটাই হোক, আপনিও নিশ্চয়ই সারাদিনে অনেকটা সময় ইংরেজিতে কথা বলেন। কী আর করবেন, আজকের সমাজে চলতে গেলে একটু আধটু ইংরেজি তো আপনাকে বলতেই হবে।
ওয়েব ডেস্ক: আপনার মাতৃভাষা যেটাই হোক, আপনিও নিশ্চয়ই সারাদিনে অনেকটা সময় ইংরেজিতে কথা বলেন। কী আর করবেন, আজকের সমাজে চলতে গেলে একটু আধটু ইংরেজি তো আপনাকে বলতেই হবে।
কিন্তু এটা কি জানেন যে, কোন তিনটে ইংরেজি শব্দ গোটা পৃথিবীর মানুষ সবথেকে বেশি ব্যবহার করে? দাঁড়ান, বলেই দিই। উত্তরটা শুনলে বুঝতেই পারেবন যে, আপনিও এই শব্দগুলো রোজ বেশ কয়েকবার উচ্চারণ করেন। ইংরেজিতে গোটা বিশ্বে সবচেয়ে বেশি যে তিনটে শব্দ ব্যবহৃত হয় সে তিনটে হল- 'হ্যালো', 'স্টপ' আর 'ট্যাক্সি'। আপনি এই তিনটে শব্দের মধ্যে কোনটা বেশিবার ব্যবহার করেন?
এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।