সার্কাসের খাঁচা ভেঙে লাফ দিল বাঘ, প্রাণ হাতে নিয়ে ছুট দর্শকদের, দেখুন ভিডিও

সার্কাসের খাঁচা ভেঙে বেরিয়ে পড়ল বাঘ। টের পেতেই আতঙ্কে প্রাণ হাতে নিয়ে ছুটতে শুরু করলেন দর্শকরা। এসবের মাঝেই দুই শিশুকে জখম করে দেয় সার্কাসের ওই বাঘ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চিনের শহরে। 

Updated By: Nov 28, 2017, 02:25 PM IST
সার্কাসের খাঁচা ভেঙে লাফ দিল বাঘ, প্রাণ হাতে নিয়ে ছুট দর্শকদের, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সার্কাসের খাঁচা ভেঙে বেরিয়ে পড়ল বাঘ। টের পেতেই আতঙ্কে প্রাণ হাতে নিয়ে ছুটতে শুরু করলেন দর্শকরা। এসবের মাঝেই দুই শিশুকে জখম করে দেয় সার্কাসের ওই বাঘ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চিনের শহরে। 

আরও পড়ুন : ভারতীর 'ব্যঙ্গেল সেরিমনি'-তে চাঁদের হাঁট, খুশিতে উচ্ছ্বল কমেডি কুইন 

ঘটনাস্থল চিনের লিনফেন শহর। সেখানেই বসেছিল সার্কাসের আসর। কিন্তু, জীবজন্তুদের কেরামতি দেখতে দেখতে খাঁচা ভেঙে বেরিয়ে পড়ে একটি বাঘ। এরপর সে লাফ দেয় দর্শকাসনে। প্রাণ ভয়ে ছুটতে শুরু করেন মানুষ। বাঘটিকে কাবু করা চেষ্টা শুরুর আগেই দুই শিশুকে আহত করে প্রাণীটি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে।   
দেখুন সেই ভিডিও...

 

.