পাকিস্তানে মুখোমুখি ট্রেনের ধাক্কা, মৃত্যু কমপক্ষে ২৪, আহত ৭০

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। আহত ৭০ বেশি। গত কাল সকালে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় লাহোর থেকে আসা আকবর বুগতি এক্সপ্রেস। পঞ্জাব প্রদেশের সাদিকাবাদের ওয়ালহর স্টেশনের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে।

আকবর বুগতি এক্সপ্রেস ধাক্কায় বেলাইন হয়ে কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ধ্বংসস্তুপের তলায়ে আটকে বহু যাত্রী।  এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা যাচ্ছে। হাত লাগিয়েছে সেনাও। পাক প্রশাসনের তরফে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়। আহতদের নিয়ে যাওয়া হয়েছে শেখ জ়ায়েদ হাসপাতালে।

আরও পড়ুন- উত্তেজনা জিইয়ে রেখে আকাশসীমা না খোলার হুঁশিয়ারি পাকিস্তানের

রেলমন্ত্রী শেখ রশিদ জানান, গাফিলতির কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে খতিয়ে দেখা হবে। নিহতদের পরিবারকে সাড়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ  ঘোষণা করেন রেলমন্ত্রী শেখ রশিদ। গুরুতর আহতদের ৫ লক্ষ এবং কম ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ২ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত মাসে হায়দরাবাদে মাকলি শাহে এমনই ট্রেন দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় কমপক্ষে ৩ জনের।  

English Title: 
Train Accident in Pakistan killed at least 24
News Source: 
Home Title: 

পাকিস্তানে মুখোমুখি ট্রেনের ধাক্কা, মৃত্যু কমপক্ষে ২৪, আহত ৭০

পাকিস্তানে মুখোমুখি ট্রেনের ধাক্কা, মৃত্যু কমপক্ষে ২৪, আহত ৭০
Caption: 
ছবি-টুইটার
Yes
Is Blog?: 
No