MH17: ট্রেনে চড়ে প্রিয়জনের কাছে চলল আকাশ থেকে ঝরে পড়া মৃতদেহ। ব্ল্যাক বক্স মালয়েশিয়াকে ফিরিয়ে দিল বিদ্রোহীরা

দীর্ঘ টালবাহানার পর MH17-বিমানের ব্ল্যাক বক্স ফেরত দিল রাশিয়াপন্থী বিদ্রোহীরা। ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় একপ্রকার বাধ্য হয়েই বিমানের ব্ল্যাকবক্স ফেরত দিল  রুশপন্থি বিদ্রোহীরা।

Updated By: Jul 22, 2014, 04:36 PM IST
MH17: ট্রেনে চড়ে প্রিয়জনের কাছে চলল আকাশ থেকে ঝরে পড়া মৃতদেহ। ব্ল্যাক বক্স মালয়েশিয়াকে ফিরিয়ে দিল বিদ্রোহীরা

কিয়েভ: দীর্ঘ টালবাহানার পর MH17-বিমানের ব্ল্যাক বক্স ফেরত দিল রাশিয়াপন্থী বিদ্রোহীরা। ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় একপ্রকার বাধ্য হয়েই বিমানের ব্ল্যাকবক্স ফেরত দিল  রুশপন্থি বিদ্রোহীরা। ব্ল্যাক বক্স পরীক্ষায় করার পর বোঝা যাবে সেদিন ঠিক কী ঘটেছিল। যদিও একটা অংশ এমনও আশঙ্কা প্রকাশ করছে এমন সময় ব্ল্যাকবক্স ফেরত দেওয়া হল, যখন সেটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

ব্ল্যাক বক্সের সঙ্গে MH17- বিমানের মৃতদেহও ফেরত দিল বিদ্রোহীরা। ইউক্রেনের পূর্বাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া MH17-এর 'ব্ল্যাক বক্স' এবং যাত্রীদের মৃতদেহ হস্তান্তর করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।

পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্কে এক আলোচনা শেষে মালয়েশীয় প্রতিনিধিদলের কাছে ব্ল্যাক বক্স হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে প্রবেশে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কয়েকঘণ্টার মধ্যেই এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এদিকে, ট্রেনে তোলা ব্যাগ ভর্তি ২০০ মৃতদেহ বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরের বাইরে ইউক্রেইন সরকার-নিয়ন্ত্রিত খারকিভ শহরে পৌঁছেছে। মৃতদেহগুলো শনাক্ত করার জন্য নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উদ্ধার করা মৃতদেহগুলো নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া নিয়ে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর ট্রেনে করে মৃতদেহ খারকিভে পৌঁছে দেয় তারা।

 

.