মধ্যরাতের ভোটের পর নিউ হ্যাম্পশায়ারে হিলারির থেকে এগিয়ে ট্রাম্প, ফল ৩২-২৫

রেকর্ড ভোট। এই প্রথম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে 'আর্লি ভোটিং'য়ে ভোট পড়ল ৪৬.২ মিলিয়ন, যা এর আগে কখনও হয়নি। আর এই রেকর্ড ব্রেকিং ভোটেই কী হিলারির থেকে হাওয়া ক্রমশ ট্রাম্পের দিকে? প্রথম ট্রেন্ড কিন্তু তাই! নিউ হ্যাম্পশায়ার। ৩২-২৫ ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে রয়েছেন ডেমোক্রেটান প্রার্থী হিলারি ক্লিনটন। 

Updated By: Nov 8, 2016, 03:56 PM IST
মধ্যরাতের ভোটের পর নিউ হ্যাম্পশায়ারে হিলারির   থেকে এগিয়ে ট্রাম্প, ফল ৩২-২৫

ওয়েব ডেস্ক: রেকর্ড ভোট। এই প্রথম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে 'আর্লি ভোটিং'য়ে ভোট পড়ল ৪৬.২ মিলিয়ন, যা এর আগে কখনও হয়নি। আর এই রেকর্ড ব্রেকিং ভোটেই কী হিলারির থেকে হাওয়া ক্রমশ ট্রাম্পের দিকে? প্রথম ট্রেন্ড কিন্তু তাই! নিউ হ্যাম্পশায়ার। ৩২-২৫ ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে রয়েছেন ডেমোক্রেটান প্রার্থী হিলারি ক্লিনটন। 

 

আরও পড়ুন- আমেরিকার নির্বাচনেও ট্রাম্প-কার্ড সেই 'হিন্দুত্ব'ই

 

নিউ হ্যাম্পশায়ারের তিনটি শহরের কতিপয় ভোটে এখনও পর্যন্ত এগিয়েই রয়েছেন 'বিতর্কমণি' ডোনল্ড ট্রাম্প। 'নিউ হ্যাম্পশায়ার ল' অনুযায়ী মধ্যরাতের ভোটের পর ভোট ব্যালট খুলতে পারেন ১০০ জন ভোটার। উল্লেখ্য নিউ হ্যাম্পশায়ারের হার্টসই প্রথম শহর যেখানে ১৯৪৮ থেকে 'আর্লি ভোট' প্রথা চালু হয়েছিল। 

 

আরও পড়ুন- মার্কিন নির্বাচন আসলে 'গাধা-হাতি'র লড়াই

.