নিজস্ব প্রতিবেদন: ক্যাপিটল-কাণ্ডের জেরে পাঁচদিন ব্যাপী ট্রায়ালের পরে অবশেষে খালাস পেলেন পূর্বতন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রাম্পকে (Donald Trump)অভিযোগ থেকে মুক্তি দেওয়ার বিষয়টিতে অবশ্য সংখ্যাগুরুর সিলমোহর পড়েনি। শেষমেশ সাত রিপাবলিকান (Republicans) এই ট্রায়ালে অংশ নেন এবং তাঁরাই ট্রাম্পের মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 


আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু সিডনিতে


ইউ এস ক্যাপিটলে (U.S.Capitol)আক্রমণের এক সপ্তাহের মাথায় চলতি বছরের ১৩ জানুয়ারি 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভস' ইমপিচ করে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রায়াল-পর্বে বলা হয়েছিল, ক্ষমতা আঁকড়ে থাকার লক্ষ্যে জনতাকে ক্যাপিটল আক্রমণে প্ররোচিত করে ট্রাম্প তাঁর শপথভঙ্গ করেছেন। তবে এর পরেও ডেমোক্র্যাটেরা শনিবার , ১৩ ফেব্রুয়ারি আর একটি শুনানির ব্যবস্থা করেছিল, যেখানে সাক্ষ্য দেওয়ার সুযোগ ছিল। গতিপ্রকৃতি যা তাতে এই চাপানউতোর এখনও বহুদিন চলত। তবে যে রিপাবলিকানদের সূত্রে ট্রাম্পের মুক্তি তাঁদের হাতেই ঘোরতর সমালোচিত হয়েছেন ট্রাম্প। বাস্তবিকই সেদিনের ঘটনার জন্য ট্রাম্পকে দোষী সাব্যস্তই করা হয়েছে। তবে পাশাপাশি তাঁকে মুক্তিও দেওয়া হয়। 


আরও পড়ুন: পাকিস্তানে ভূমিকম্প, হতাহতের খবর নেই