হিলারি হারলেন, জিতলেন 'বুড়ো হাতি', প্রেসিডেন্ট ওবামাকে কী বলবেন ট্রাম্প?
বিরাট জয়। মার্কিন মসনদে বসতে চলছেন 'বুড়ো হাতি'। ইতিহাসে আরও একবার গাধার পিঠে চেপেই কুর্শি দখল করবে হাতি। রিপাবলিকান দলের রাষ্ট্রপতি প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই আসতে চলেছেন ঐতিহ্যবাহী হোয়াইট হাউসে। হারার আগেই হার শিকার মেনে নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। আর এর সঙ্গেই শেষ হয়ে গেল ডেমোক্রেটদের মসনদে থাকার 'হ্যাটট্রিক' করার স্বপ্ন। ৯/১১-তেই ফিরল জুনিয়র জর্জ বুশের দল ডেমোক্রেট।
ওয়েব ডেস্ক: বিরাট জয়। মার্কিন মসনদে বসতে চলছেন 'বুড়ো হাতি'। ইতিহাসে আরও একবার গাধার পিঠে চেপেই কুর্শি দখল করবে হাতি। রিপাবলিকান দলের রাষ্ট্রপতি প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই আসতে চলেছেন ঐতিহ্যবাহী হোয়াইট হাউসে। হারার আগেই হার শিকার মেনে নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। আর এর সঙ্গেই শেষ হয়ে গেল ডেমোক্রেটদের মসনদে থাকার 'হ্যাটট্রিক' করার স্বপ্ন। ৯/১১-তেই ফিরল জুনিয়র জর্জ বুশের দল ডেমোক্রেট।
২৭৬ আসনে জয়যুক্ত হয়ে মার্কিন মুলুকের মুকুট পরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বাকি কেবল, কিছু আনুষ্ঠানিকতা। জয়ের মার্কশিট নিয়ে হোয়াইট হাউসে বারাক ওবামার কাছে যাবেন ডোনাল্ড ট্রাম্প। কী বলবেন ওবামার সঙ্গে সাক্ষাৎ-এর পর? বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের।