শপিং মলে অন্তর্বাসের মধ্যে লুকিয়ে যেভাবে জিনিস চুরি করছেন দুই মহিলা (ভিডিও)
মেয়েদের শপিংয়ের নেশাটা একটু বেশিই। সে তো সব পুরুষই হাড়ে হাড়ে টের পায়। কিন্তু টাকা না থাকলে! না, না মেয়েরা শুধু উইন্ডো শপিং করেই খুশি থাকে। কিন্তু সে তো সাধারণ মেয়েরা। কিন্তু নিচে ভিডিওতে দেখানো দুই মহিলা শপিং মলে যেভাবে চুরি করছেন তা দেখলে কী বলবেন।

