ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান! দেখুন ভিডিয়ো...
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বোয়িং-৭৩৭ বিমানটি। দেখুন ভয়াবহ সেই মুহূর্তের ভিডিয়ো...
নিজস্ব প্রতিবেদন: ১৮০ জন যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান। বুধবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ইরানের তেহরানের কাছেই।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বোয়িং-৭৩৭ বিমানটি। জানা গিয়েছে, বিমানের ১৮০ জনের মধ্যে রয়েছেন ১৭০ জন যাত্রী, বিমানচালক-সহ ১০ জন কর্মী। এই দুর্ঘটনায় ১৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে।
#Breaking First footage of the Ukrainian airplane while on fire falling near #Tehran pic.twitter.com/kGxnBb7f1q
— Ali Hashem علي هاشم (@alihashem_tv) January 8, 2020
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ইরানের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান পিরোসিন কৌলিভান্দ সংবাদ মাধ্যমকে জানান, বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায়। তবে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ফলে কিছু প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
Iranian state TV reports Ukrainian airplane carrying 180 passengers and crew has crashed near airport in capital, Tehran: AP pic.twitter.com/yipppmpRHD
— ANI (@ANI) January 8, 2020