মায়ের স্পর্শের মত শক্তিশালী স্পর্শ পৃথিবীতে আর কিছু হতে পারেনা, প্রমাণ দিল সদ্যজাত

মায়ের গর্ভে দশ মাস ধরে নিরাপদ আশ্রয়ে ছিল সে। ভূমিষ্ঠ হয়ার পর ঘণ্টাখানেকও হয়নি। এমনকি চোখটাও খোলেনি সদ্যজাত। কিন্তু মায়ের শরীর থেকে দূরে সরিয়ে নিয়ে এলেই কেঁদে উঠছে সদ্যজাত। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি। জন্মের পর সদ্যজাতকে তোয়ালেতে জড়িয়ে নার্স যখন মায়ের কাছ থেকে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চায় তখনই কেঁদে উঠছে সদ্যজাত। আবার মায়ের মুখের কাছে নিয়ে গেলেই মায়ের চোখে, মুখে হাত রেখে শান্ত হয়ে যাচ্ছে সে। এমনকি যখন মায়ের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নিজের হাত মায়ের দিকে বাড়িয়ে দিচ্ছিল। চিকিৎসা বিজ্ঞানে এর সংজ্ঞা যাই হোক না কেন, এই ধরনের ঘটনায় তাজ্জব নার্স সহ খোদ চিকিৎসকও। মায়ের স্পর্শের মত শক্তিশালী স্পর্শ পৃথিবীতে আর কিছু হতে পারেনা, এই ভিডিও দেখে এমনটাই বলছে সবাই।

Updated By: Aug 9, 2015, 04:19 PM IST
 মায়ের স্পর্শের মত শক্তিশালী স্পর্শ পৃথিবীতে আর কিছু হতে পারেনা, প্রমাণ দিল সদ্যজাত

ওয়েব ডেস্ক: মায়ের গর্ভে দশ মাস ধরে নিরাপদ আশ্রয়ে ছিল সে। ভূমিষ্ঠ হয়ার পর ঘণ্টাখানেকও হয়নি। এমনকি চোখটাও খোলেনি সদ্যজাত। কিন্তু মায়ের শরীর থেকে দূরে সরিয়ে নিয়ে এলেই কেঁদে উঠছে সদ্যজাত। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি। জন্মের পর সদ্যজাতকে তোয়ালেতে জড়িয়ে নার্স যখন মায়ের কাছ থেকে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চায় তখনই কেঁদে উঠছে সদ্যজাত। আবার মায়ের মুখের কাছে নিয়ে গেলেই মায়ের চোখে, মুখে হাত রেখে শান্ত হয়ে যাচ্ছে সে। এমনকি যখন মায়ের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নিজের হাত মায়ের দিকে বাড়িয়ে দিচ্ছিল। চিকিৎসা বিজ্ঞানে এর সংজ্ঞা যাই হোক না কেন, এই ধরনের ঘটনায় তাজ্জব নার্স সহ খোদ চিকিৎসকও। মায়ের স্পর্শের মত শক্তিশালী স্পর্শ পৃথিবীতে আর কিছু হতে পারেনা, এই ভিডিও দেখে এমনটাই বলছে সবাই।

 

.