Video: দাউ দাউ করে জ্বলছে আগুন, মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড়ল বিমানের অংশ
ডেনভার থেকে হাওয়াইয়ের দিকে যাচ্ছিল বিমানটি। যাত্রী সংখ্যা ছিল ২৩১ জন।
নিজস্ব প্রতিবেদন: ডেনভার থেকে মাঝ আকাশে উড়ে গিয়েছে হাওয়াইয়ের বিমান। যাত্রী সংখ্যা ২৩১। হঠাৎ নড়ে উঠে বিমান। ক্রু সদস্যদের মারফত ঘোষণা করা হয় বিমানের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। জরুরিকালীন ল্যান্ডিং করতে হবে। তখন দেখা যায়, aircraft's wing এর নিচে দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রাণভয়ে আঁতকে ওঠেন যাত্রীরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল।
দেখুন ভিডিওতে...
যখন বিমান ১৫,০০০ ফুট উঁচুতে যাত্রা করছিল ঠিক তখনই ইঞ্জিনের বিরাট অংশে গোলযোগ দেখা দেয়। পাইলট নিরাপদে 'textbook' অবতরণ করে। এটি ছিল Flight UA328 বিমানটিতে যাত্রীদের সঙ্গে ছিলেন ১০ জন ক্রু সদস্য।
MORE VIDEO from United Flight 328
Flight took off around 12:49pm.
Landed 40 minutes later
Courtesy: Troy Lewis #9news pic.twitter.com/bh4g2hEhJ3
— Chris Vanderveen (@chrisvanderveen) February 20, 2021
Wow! Mark Moskovics’ Ring camera caught the moment this piece of debris came crashing down in his neighborhood in Broomfield. You can also hear other pieces coming down off-screen @CBSDenver pic.twitter.com/bnQI4MVGSo
— Conor McCue (@ConorMcCueTV) February 20, 2021
উড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যেইই এই গোলযোগ দেখা দেয়। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিমানের বেশ কিছু অংশ একের পর এক স্থানীয় জনবহুল এলাকায় বাড়ির ছাদে ভেঙে পড়ে। নিচ থেকে দেখা যায়, বিমানের ডানায় আগুন জ্বলছে, সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। প্রসঙ্গত, যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।