প্রাচীন হিমবাহের বরফ থেকে আবিষ্কৃত হল ১৫ হাজার বছর আগের ভাইরাস!
এই সব ভাইরাস মানুষের পক্ষে ক্ষতিকর নয় বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের সংক্রমণ ও মারণক্ষমতা মানুষকে বিপর্যস্ত করেছে, বিস্মিত করেছে, আতঙ্কিতও করেছে। এখন যে মানুষ ভাইরাস সম্পর্কে আগের চেয়ে আরও বেশি অনুসন্ধানী তারই প্রমাণ মিলল পশ্চিম চিনের বরফঢাকা এলাকা থেকে তিরিশেরও বেশি ভাইরাস-নমুনা আবিষ্কারের ঘটনায়।
ওহিও স্টেট ইউনিভার্সিটির জলবায়ু ও অণুজীববিজ্ঞানীদের একটি দল গবেষণার কাজে ২০১৫ সালে পশ্চিম চিনের Guliya ice cap-য়ে গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২২ হাজার ফুট। ওই অভিযানে বিজ্ঞানীরা সেখান থেকে কিছু বরফখণ্ড নিয়ে ফিরেছিলেন। এখন পর্যবেক্ষণের পর সেই সব বরফখণ্ড থেকে মিলছে প্রাচীন সব ভাইরাসের অস্তিত্ব!
আরও পড়ুন: Adult স্টারদের দিয়ে শিল্পীদের আঁকা নগ্ন ছবি নকল! বিতর্কে Pornhub-এর 'Classic Nudes'
Microbiome পত্রিকায় প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণাটি। এতে বলা হয়েছে, চিনের Tibetan Plateau-র বরফ থেকে প্রাপ্ত এই ভাইরাসগুলি এখনও পর্যন্ত অজানা ও অনথিভুক্ত।
Ohio State University Byrd Polar and Climate Research Center researcher Zhi-Ping Zhong জানান, প্রায় ১ হাজার ১৭ ফুট গভীর থেকে এই সব বরফ তুলে আনা হয়েছে। পরে তা তিন ফুট লম্বা ও চার ইঞ্চি চওড়া করে খণ্ডে খণ্ডে কাটা হয়। পর্যবেক্ষণ করে বরফ থেকে সন্ধান মেলে ৩৩টি ভাইরাসের। এর মধ্যে মাত্র চারটি আগে থেকে ক্যাটেলগ-ভুক্ত আছে। বাকি ২৮টি একেবারেই অপরিচিত। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, শনাক্ত হওয়া এই সব ভাইরাস মানুষের পক্ষে ক্ষতিকর নয়।
গ্লেসিয়ার এমনিতেই প্রাকৃতিক ইতিহাসের আকর। বরফের পরতে পরতে ঢাকা অতীত আবহাওয়ার সংকেত। এর উপর নতুন এই আবিষ্কার হিমবাহ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল ও অনুসন্ধিত্সা আরও বাড়িয়ে দিল।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ভয়ঙ্কর সংঘর্ষে রক্তাক্ত আফগানিস্তান, ১২ প্রদেশে খতম ২৬২ জঙ্গি