বাড়ি ভাঙতে এসেছে সরকারি লোকজন, ভয়ঙ্কর কাণ্ড করে বসলেন বাসচালক

ঘটনার দিন বেশ কয়েকজন ছাত্র-সহ যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন ঝাং

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 13, 2020, 05:11 PM IST
বাড়ি ভাঙতে এসেছে সরকারি লোকজন, ভয়ঙ্কর কাণ্ড করে বসলেন বাসচালক

নিজস্ব প্রতিবেদন: সরকার বাড়ি ভেঙে দিচ্ছিল। এতেই মাথা খারাপ হয়ে গেল এক বাস চালকের। যাত্রীভর্তি বাস নিয়ে ঝাঁপ দিলেন লেকের জলে। প্রাণ গেল ২১ জনের। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দিক্ষণ পশ্চিম চিনের গুইঝাও প্রদেশে। মৃতদের মধ্যে কয়েকজন ছাত্রও রয়েছে।

আরও পড়ুন-দৈত্যাকার গরিলার করোনা টেস্ট! হিমশিম খেলেন চিকিৎসকরা

চিনা সংবাদমাধ্যমের খবর, ঝাং নামে ওই বাস চালক যে ঘরে থাকতেন সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। এর জন্য তাঁকে দশ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। এর জন্য প্রয়োজনীয় নথিপত্রে সাক্ষরও করেন ঝাং। কিন্তু গত মঙ্গলবার সকালে দেখেন তার বাড়ি ভাঙতে এসেছে সরকারের লোকজন। তাতেই তার মাথা বিগড়ে যায়।

আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম থেকে পঞ্চম স্থানে চলে এলেন মুকেশ আম্বানি!

ঘটনার দিন বেশ কয়েকজন ছাত্র-সহ যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন ঝাং। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসে ওঠার আগে তিনি মদ্যপানও করেছিলেন। বাসটি হংসাং লেকের কাছ আসতেই তিনি পাঁচটি লেন টপকে প্রবল গতিতে সেটিকে নিয়ে সোজা ঝাঁপ দেন লেকের জলে। গভীর ওই লেকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ২১ জন। আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রথামিক তদন্তে পুলিসের ধারনা বাড়ি ভাঙের দুঃখ থেকেই ওরকম মারাত্মক কাণ্ড করে বসেছেন ঝাং।

.