জেরুজালেমই ইজরায়েলের রাজধানী, হুমকি উড়িয়ে স্বীকৃতি দিলেন ট্রাম্প
ট্রাম্পের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে একযোগে সমালোচনা করেছে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি। টেরেসা মে’র বক্তব্য, ট্রাম্পের সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ হবে। ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসছে উঠেছে আরব দুনিয়া। ইজরায়েলের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান প্যালেস্তিনীয় বিক্ষোভকারীরা।
নিজস্ব প্রতিবেদন: তিনি মার্কিন প্রেসিডেন্ট। তাই সমালোচনা, ক্ষোভ কোনও কিছুই তোয়াক্কা করেন না তিনি। ফুত্কারে সব বিরোধিতা, হুমকি, হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে জেরুজালেমকেই ইজরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান রাজধানী তেল আভিভের মার্কিন দূতাবাসও জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে স্পষ্ট করলেন ট্রাম্প। যদিও তাঁর সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে আরব বিশ্ব।
আরও পড়ুন: ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞায় মার্কিন সুপ্রিম কোর্টের শিলমোহর
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এতদিন ধরে যে নীতি মেনে চলা হচ্ছিল, তাতে মধ্য প্রাচ্যের শান্তি ফেরাতে সম্পূর্ণ ব্যর্থ। সেই কারণেই জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী করার ফলে পরিস্থিতির উন্নতি হবে। আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে। ট্রাম্পের সিদ্ধান্তের ফলে জেরুজালেম নিয়ে প্যালেস্তাইনের যে দাবি ছিল, তা পুরোপুরি নসাত্ হয়ে গেল। নতুন সিদ্ধান্তে জেরুজালেমের ভৌগোলিকগত অবস্থানের কোনও পরিবর্তন হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প। কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকা বিরোধী আন্দোলনে স্ফূলিঙ্গের কাজ করবে।
ট্রাম্পের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে একযোগে সমালোচনা করেছে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি। টেরেসা মে’র বক্তব্য, ট্রাম্পের সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ হবে। ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসছে উঠেছে আরব দুনিয়া। ইজরায়েলের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান প্যালেস্তিনীয় বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: আমায় জোর করে ধর্মান্তরিত করেছে শাকিব খান, বিস্ফোরক অপু বিশ্বাস
ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার আলোচনায় বসবে রাষ্ট্রসঙ্ঘের নিরপত্তা পরিষদ। ১৫টির মধ্যে ৮টি দেশের অনুরোধের ভিত্তিতে আলোচনা হবে বলে সূত্রের খবর।