নিজের মৃত্যুর ছবি নিজেই তুললেন আর্মি ফটোগ্রাফার, ৪ বছর পর প্রকাশিত হল সেই ছবি
নিজের মৃত্যুর ছবি তুলেছিলেন নিজেই, সেই ছবি প্রকাশ হল মৃত্যুর ৪ বছর পর। ২০১৩ সালের ২ জুলাই, আফগানিস্তানে মার্কিন সেনাবিহিনীর ট্রনিংয়ে ছিলেন ২২ বছর বয়সী আর্মি শিক্ষানবিশ হিলদা ক্লেটন। প্রশিক্ষণ চলাকালীন মর্টার বিস্ফোরণে প্রাণ হারান তিনি। ওই মর্টার বিস্ফোরণে প্রাণ হারান আরও ৪ আফগানি সেনাও। দূর্ঘটনার সময়কার ছবি নিজের ক্যামেরাবন্দি করেছিলেন মার্কিন আর্মির ফটোগ্রাফার হিলদা ক্লেটন নিজেই। সেই ছবিই আত্মপ্রকাশ করল আমেরিকান আর্মি। আমেরিকার আর্মি জার্নাল মিলিটারি রিভিউ'র মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়েছে সেই ছবি।
ওয়েব ডেস্ক: নিজের মৃত্যুর ছবি তুলেছিলেন নিজেই, সেই ছবি প্রকাশ হল মৃত্যুর ৪ বছর পর। ২০১৩ সালের ২ জুলাই, আফগানিস্তানে মার্কিন সেনাবিহিনীর ট্রনিংয়ে ছিলেন ২২ বছর বয়সী আর্মি শিক্ষানবিশ হিলদা ক্লেটন। প্রশিক্ষণ চলাকালীন মর্টার বিস্ফোরণে প্রাণ হারান তিনি। ওই মর্টার বিস্ফোরণে প্রাণ হারান আরও ৪ আফগানি সেনাও। দূর্ঘটনার সময়কার ছবি নিজের ক্যামেরাবন্দি করেছিলেন মার্কিন আর্মির ফটোগ্রাফার হিলদা ক্লেটন নিজেই। সেই ছবিই আত্মপ্রকাশ করল আমেরিকান আর্মি। আমেরিকার আর্মি জার্নাল মিলিটারি রিভিউ'র মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়েছে সেই ছবি।
আফগানিস্তানে লাইভ-ফায়ার ট্রেনিংয়ের অনুশীলন চলছিল, ক্যামেরায় সেই ছবিই তুলছিলেন আমেরিকান আর্মির ফটোগ্রাফার হিলদা ক্লেটন। সেই সময়ই হঠাৎ মর্টার বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ যায় হিলদা ক্লেটন সহ আরও চার আফগান সেনার। সেই ছবিই প্রকাশিত হল। দেখুন সেই ছবি-