ওবামা কেয়ার থেকে 'মুক্তি', প্রথম বড় জয় ট্রাম্পের
অবশেষে তিনি জিতলেন। অবশ্য বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রে আগেই জিতেছিলেন ইলেক্টোরাল কলেজের ভোটে। কিন্তু, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ডোনাল্ড জন ট্রাম্পের কাছে জয় যেন অধরাই থেকে যাচ্ছিল। অভিবাসন নীতি সংক্রান্ত তাঁর একের পর এক 'এক্সিকিউটিভ অর্ডার' যেমন আদালতের রেড সিগন্যাল দেখেছে, ঠিক তেমনই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার তৈরি 'অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' (ওবামা কেয়ার)-কে বিদায় জানানোর ইচ্ছাতেও বাধ সেধেছে মার্কিন আইনসভা। কিন্তু অবশেষে এল জয়, বৃহস্পতিবার সেই ওবামা কেয়ারকেই 'বাই বাই' বলে দিল মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ, পরিবর্তে গ্রহণ করা হল 'রিপাবলিকান হেলথ কেয়ার প্ল্যান'। ফলে, এই জয়ে যার পর নাই খুশি প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এখনও চূড়ান্ত পর্বটি মেটেনি, কারণ আমেরিকার সেনেটে পাস হওয়ার পরই এই নতুন প্ল্যানটি আইনের স্বীকৃতি পাবে। কিন্তু তাতে কি! আপাতত হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের সমর্থন পেয়েই আনন্দে আত্মহারা নিউ ইয়র্কের একদা কোটিপতি এই ব্যবসায়ী। আর হবেন নাই বা কেন, রাষ্ট্রপতি হওয়ার পর এটিই যে তাঁর দেশের মাটিতে সবচেয়ে বড় জয়।
ওয়েব ডেস্ক: অবশেষে তিনি জিতলেন। অবশ্য বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রে আগেই জিতেছিলেন ইলেক্টোরাল কলেজের ভোটে। কিন্তু, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ডোনাল্ড জন ট্রাম্পের কাছে জয় যেন অধরাই থেকে যাচ্ছিল। অভিবাসন নীতি সংক্রান্ত তাঁর একের পর এক 'এক্সিকিউটিভ অর্ডার' যেমন আদালতের রেড সিগন্যাল দেখেছে, ঠিক তেমনই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার তৈরি 'অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' (ওবামা কেয়ার)-কে বিদায় জানানোর ইচ্ছাতেও বাধ সেধেছে মার্কিন আইনসভা। কিন্তু অবশেষে এল জয়, বৃহস্পতিবার সেই ওবামা কেয়ারকেই 'বাই বাই' বলে দিল মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ, পরিবর্তে গ্রহণ করা হল 'রিপাবলিকান হেলথ কেয়ার প্ল্যান'। ফলে, এই জয়ে যার পর নাই খুশি প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এখনও চূড়ান্ত পর্বটি মেটেনি, কারণ আমেরিকার সেনেটে পাস হওয়ার পরই এই নতুন প্ল্যানটি আইনের স্বীকৃতি পাবে। কিন্তু তাতে কি! আপাতত হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের সমর্থন পেয়েই আনন্দে আত্মহারা নিউ ইয়র্কের একদা কোটিপতি এই ব্যবসায়ী। আর হবেন নাই বা কেন, রাষ্ট্রপতি হওয়ার পর এটিই যে তাঁর দেশের মাটিতে সবচেয়ে বড় জয়।