বিক্ষোভে রিও-র ভ্যান চালকরা

ট্রাফিক আইন পরিবর্তনের দাবিতে পথে নামলেন পুরসভার ভ্যান চালকরা। ফলে বিপর্যস্ত ফুটবল নগরী রিও ডি জেনিরোর পরিবহণ ব্যবস্থা। যার মাশুল গুনতে হল শহরবাসীকে। বিকল্প পরিষেবা না থাকায়, সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

Updated By: Aug 17, 2012, 02:45 PM IST

ট্রাফিক আইন পরিবর্তনের দাবিতে পথে নামলেন পুরসভার ভ্যান চালকরা। ফলে বিপর্যস্ত ফুটবল নগরী রিও ডি জেনিরোর পরিবহণ ব্যবস্থা। যার মাশুল গুনতে হল শহরবাসীকে। বিকল্প পরিষেবা না থাকায়, সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
প্রায় ছ`হাজার ভ্যান চালক মারাকানা স্টেডিয়ামের সামনে পথ অবরোধ করায়, দিনের ব্যস্ত সময়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভ্যান চালকদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম, বাসের জন্য নির্দিষ্ট লেন ব্যবহারের অনুমতি দেওয়া হোক। সেইসঙ্গে বেতন বৃদ্ধিরও দাবী জানান তাঁরা। তাঁদের বক্তব্য, শুধু শহরতলিতেই নয়। শহরের মূল রাস্তাগুলিতেও ভ্যান চালানোর সবুজ সঙ্কেত দিতে হবে প্রশাসনকে। দু`বছর বাদে রিও শহরে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দু`হাজার ষোলোয় বসবে অলিম্পিকের আসর। তার আগে পুরসভার ভ্যান চালকদের দাবিগুলি মিটিয়ে দিতে, শিঘ্রই বৈঠকে বসার কথা ঘোষণা করেছে প্রশাসন।

.