দেশ বদলাচ্ছে, দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের বার্তা মোদীর
রবিবার দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের সামানে বক্তব্য রাখতে গিয়ে এ ভাবেই দেশের উন্নয়ণের গতি প্রকৃতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী
নিজস্ব প্রতিবেদন: ‘দেশ বদল রাহা হ্যায়’, দুবাইয়ের অনাবাসী ভারতীয়েদের জমায়েতে এই বার্তা দিয়েই কার্যত সফর শুরু করলেন নরেন্দ্র মোদী।
এক সময়ে ভারতীয় সরকারি প্রকল্পের বিশ্বাস যোগ্যতা নিয়ে মানুষের মনে ধন্দ ছিল। এখন দিন বদলেছে। সাধারণ মানুষের সেই ধারনাও পাল্টে গিয়েছে। আম জনতা এখন জানতে চাইছে কবে হবে। এটাই বদল। রবিবার দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের সামানে বক্তব্য রাখতে গিয়ে এ ভাবেই দেশের উন্নয়ণের গতি প্রকৃতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী।
আরও পড়ুন-রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা দিন, সুপ্রিম কোর্টে আবেদন নির্বাচন কমিশনের
এদিন ভারতের একাধিক আর্থিক সংস্কার নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নোট বাতিলের ফল দেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। কিন্তু নোট বাতিলের ফলে যাদের ঘুম উড়ে গিয়েছে তারাই এর বিরোধিতা করছে। তাঁরা এখনও চিৎকার করছে। সত্তর বছর ধরে চলে আসা কোনও ব্যবস্থা যখন ওলটপালট হয়ে যায় তখন হইচই হবেই। দেশ বদলে যাচ্ছে। আমরা আপনাদের সব স্বপ্নই পূরণ করব।’
এদিন দুবাই অপেরা হাউস থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আবু ধাবিতে একটি মন্দিরের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী মোদী। ৫৫ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে ওই মন্দির। নতুন এই মন্দিরকে ভাতৃত্বের নিদর্শন হিবেবে বর্ণনা করেন তিনি। ২০২০ সালের মধ্যে মন্দিরটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে।