নিজস্ব প্রতিবেদন: এমনিতেই আগামীকাল দোলপূর্ণিমা। বসন্তপূর্ণিমার এই অপূর্ব রাতে এবারে আবার আইসক্রিমের উপর টপিংয়ের মতো সুপারমুনের প্রাপ্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাসার (NASA) একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সময় রবিবার রাত ১২টা ১৮ মিনিটে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে-করতে পৃথিবীর (Earth) সব চেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে তা সেই চাঁদকে আমরা বেশ বড় আকারের দেখব। আমাদের চোখে তা হবে 'সুপারমুন'। ওই সময়ে চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের বিপরীতে। প্রসঙ্গত এটিই এ বছরের প্রথম সুপারমুন (supermoon)।


আরও পড়ুন: Video: বন্যার জল থেকে প্রাণে বাঁচতে বাড়ির দরজা জানলায় কিলবিল করছে সাপ-মাকড়সারা


তবে এই নয় যে, ওই একদিনই চাঁদকে (moon) এমন বিশেষ আকারে দেখা সম্ভব হবে। প্রায় ৩ দিন ধরে এই সুপারমুন দৃশ্য়মান হবে রাতের আকাশে। নাসা সূত্রে জানা যাচ্ছে, এ বছর একাধিক সুপারমুনের ঘটনা ঘটবে।


প্রসঙ্গত, এই সুপারমুনকে worm moon-ও বলা হয়ে থাকে। আমেরিকান কৃষকদের দিনপঞ্জি (American Farmer’s Almanac)অনুযায়ী, এই সময় নাকি জমিতে খুব পোকামাকড় দেখা যায়।


আরও পড়ুন: টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা মোদীর, নীরবে দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিট