Covid-19 Pandemic: থামার কোনও লক্ষণই নেই, কেন ফের বাড়ছে করোনা?
দক্ষিণ কোরিয়া এবং চিনে লাফিয়ে অনেকটাই বেড়েছে করোনা। কিন্তু হঠাত কেন এমন বৃদ্ধি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখেছে।
নিজস্ব প্রতিবেদন: অতিমারী শেষ তো দূর বরং সাম্প্রতিক সময়ে বেশ কিছুটা বেড়েছে সংক্রমণ। জেনেভার সদর দফতরে করোনা শেষের বিষয়ে জিজ্ঞেস করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন যে এটি শেষ হতে অনেক দেরি আছে। তাঁর কথায়, "আমরা অতিমারীর শুরু ও শেষের মাঝামাঝি আছি। "
এক মাস ধরে অনেকটাই কমেছিল সংক্রমণ। কিন্তু ফের গত ১ সপ্তাহে অনেকটাই বেড়েছে সংক্রমণ। গোটা বিশ্বজুড়েই বেড়েছে আক্রান্তের সংখ্যা। দক্ষিণ কোরিয়া এবং চিনে লাফিয়ে অনেকটাই বেড়েছে করোনা। কিন্তু হঠাত কেন এমন বৃদ্ধি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখেছে। যেমন- ওমিক্রনের উপ প্রজাতির হানা। ইজরায়েলে পাওয়া গিয়েছে এই উপ প্রজাতি।
চলতি বছরের শেষে ফের শিখর ছুঁতে পারে সংক্রমণ, এমনটাই জানিয়েছে হু। টিকাকরণ বাড়িয়েই রোখা সম্ভব এই অতিমারী সৃষ্টিকারী ভাইরাসকে। বেশ কয়েকটি দেশে করোনার নমুনা পরীক্ষাও কমে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, এই ভাইরাস নিয়ে সব দেশকেই সতর্ক্ত থাকতে হবে।
যে দেশে যত কম টিকাকরণ সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও অনেক বেশি। চিন ও দক্ষিণ কোরিয়াতে করোনায় মৃত্যু বেড়েছে ২৫ শতাংশ ও ২৭ শতাংশ। আফ্রিকায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় ১২ ও ১৪ শতাংশ। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী প্রায় ৮ শতাংশ বা ১১ মিলিয়নের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হতে শুরু করেছে। মাস্ক বিধি তুলে নেওয়া, সামাজিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ না করার মতো অন্যান্য কারণগুলির জন্য নতুন করে ফের বাড়ছে করোনভাইরাস, এমনটাই মত।
দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে সংক্রমণের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। চিনে একাধিক প্রদেশে লকডাউন হতে বাধ্য হয়েছে। হংকং এবং দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে বেড়ে চলেছে সংক্রমণ।
আরও পড়ুন, Covid 19: বিশ্বে করোনা সংক্রমণ বাড়ল ৮ শতাংশ, মহামারী নিয়ে ফের সতর্কবার্তা