রেল লাইন ছাড়াই ছুটবে, বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন এবার চিনে, দেখুন
সংবাদ সংস্থা : ট্রেনে চড়তে গেলে এবার থেকে তাড়াহুড়ো করে আর স্টেশনে দৌঁড়তে হবে না। বাস ধরবেন কিংবা ট্রেন, যেতে হবে আপনাকে একই রাস্তা দিয়ে। অর্থাৎ, এবার রেল লাইন ছাড়া রাস্তার উপর দিয়েই চলবে ট্রেন। অর্থাত যাকে বলে এক্কেবারে স্মার্ট ট্রেন। আর বিশ্বের এই প্রথম স্মার্ট ট্রেন চলবে চিনে।
রিপোর্টে প্রকাশ, অটোনোমাস রেল ট্রানসিট নামে বিশ্বের প্রথম ওই স্মার্ট ট্রেনকে চিনের জোঝৌ প্রদেশ থেকে চালানো হবে। ডেইলি মেলের খবর অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকে জোঝৌ-তে ওই স্মার্ট ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোও হচ্ছে। অর্থাত, রেল লাইন ছেড়ে রাস্তার উপর দিয়ে ছুটতে গেলে, স্মার্ট ট্রেনকে ট্র্যাফিক জ্যামের মধ্যেও পড়তে হবে। তবে ট্রাম সহ অন্য যানবাহনের তুলনায় ওই স্মার্ট ট্রেনে সফর সাধারণ মানুষের কাছে অনেকটাই সুলভে হবে বলেও জানা যাচ্ছে।
পাশাপাশি, একসঙ্গে প্রায় ৩০০ জনকে নিয়ে ছুটতে পারবে ওই ট্রেন। তবে ওই ট্রেন সহ যাত্রাপথ তৈরি করতে ইতিমধ্যেই ১৪৬ থেকে ১৯৬ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলে খবর।