চিনের হয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মারাত্মক অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ছেড়ে কথা বললেন না ডোনাল্ড ট্রাম্প। 

Updated By: Mar 27, 2020, 12:53 PM IST
চিনের হয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মারাত্মক অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন— বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ করল আমেরিকা। এমনিতেই চিনের বিরুদ্ধে করোনাভাইরাসের তথ্য গোপনের অভিযোগ এনেছিল আমেরিকা। তাদের দাবি ছিল, চিন গোপন করেছিল বলেই গোটা বিশ্বকে করোনাভাইরাসের জন্য ভুগতে হচ্ছে।  চিনা রাষ্ট্রপতি, সে দেশের সরকার ও সেনাবাহিনীকে অভিযুক্ত করেছিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে চিনের বিরুদ্ধে মোট ২০ ট্রিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১,৫০,৩৫,৫০,০০,০০,০০,০০০ টাকার সমান)জরিমানার দাবি তুলে মামলাও হয়েছে।

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ছেড়ে কথা বললেন না ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর। গত এক মাসে বিশ্বের ২০০—র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। বহু দেশে লকডাউন চলছে। অসহায় হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বহু মানুষ। এরই মাঝে এবার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের হয়ে পক্ষপাতিত্ব করছে। শুরু থেকে চিনের প্রতি নরন মনোভাব দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনই দাবি করেছে আমেরিকা। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র ডিরেক্টর টেড্রস অ্যাডানম ঘিব্রিয়েসিসের সততা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে মার্কিন প্রশাসন।

আরে পড়ুন— ভাগ্যবান! বিশ্বের যে সব দেশে এখনও করোনাভাইরাস ছড়িয়ে পড়েনি

কংগ্রেসম্যান গ্রেগ স্টুবে টুইট করে বলেছেন, ‌করোনার এই কঠিন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের মুখপত্র হয়ে কাজ করছে। চিনে যেভাবে করোনার বিস্তার নিয়ন্ত্রণে এনেছে তাতে কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রশংসা করেছিল। আর তাতে চটেছে আমেরিকা। এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুমকিও দিয়েছে আমেরিকা। বলা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের তাবেদারি করার ফল ভোগ করতে হবে। সেনেটের সদস্যদের কথার সমর্থন করেছেন ট্রাম্প। তিনিও বলেছেন, চিনের হয়ে কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

.