খোঁজ মিলল পৃথিবীর সবথেকে বড় সোনার স্ফটিকের

ছোট্ট একটা গল্ফ বলের মতো আয়তন। কিন্তু গল্ফ বলের থেকে অনেক বেশি মূল্যবান। লস আলমোস ন্যাশনাল ল্যবরোটরির লুজন নিউট্রন স্ক্যাটরিং সেন্টারের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন গল্ফ বলের মতো বড় একখণ্ড সোনা। যা নাকি বহুবছর আগে ভেনেজুয়েলা থেকে পাওয়া গিয়েছিল। ২১৭.৭৮ গ্রাম ওজনের সোনার বলের মূল্য ১৫ লক্ষ টাকা।

Updated By: Apr 10, 2014, 06:22 PM IST

ছোট্ট একটা গল্ফ বলের মতো আয়তন। কিন্তু গল্ফ বলের থেকে অনেক বেশি মূল্যবান। লস আলমোস ন্যাশনাল ল্যবরোটরির লুজন নিউট্রন স্ক্যাটরিং সেন্টারের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন গল্ফ বলের মতো বড় একখণ্ড সোনা। যা নাকি বহুবছর আগে ভেনেজুয়েলা থেকে পাওয়া গিয়েছিল। ২১৭.৭৮ গ্রাম ওজনের সোনার বলের মূল্য ১৫ লক্ষ টাকা।

বলটিতে কতখানি সোনা রয়েছে তা পরীক্ষার জন্যই লস আলমোসে নিয়ে আসা হয়। মিয়ামি ইউনিভার্সিটির জিওলজিস্ট জন রকোভন জানিয়েছেন এই ধরণের কোনও কিছু কোনওদিন পরীক্ষা করেননি তাঁরা। গঠন জানার জন্য নিউট্রন সিঙ্গল ডিফ্র্যাকশন যন্ত্রের সাহায্যে গঠন পরীক্ষা করা হচ্ছে। মনে করা হচ্ছে পুরো বলটা একটাই মাত্র স্ফটিক ও পৃথিবীর সবথেকে বড় স্বর্ণ স্ফটিক।

.