আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস করল ১৯২টী দেশের ২০০ কোটি মানুষ, সামিল হল না ইয়েমেন

আমেরিকাতেও আন্তর্জাতিক যোগ দিবসের উন্মাদনা। উচ্ছ্বসিত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনও। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনাতেও নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। গোটা বিশ্বের মানুষ প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে ভীষণ উদ্দীপ্ত বলে জানান তিনি।

Updated By: Jun 21, 2015, 09:18 PM IST
আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস করল ১৯২টী দেশের ২০০ কোটি মানুষ, সামিল হল না ইয়েমেন

ওয়েব ডেস্ক: আমেরিকাতেও আন্তর্জাতিক যোগ দিবসের উন্মাদনা। উচ্ছ্বসিত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনও। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনাতেও নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। গোটা বিশ্বের মানুষ প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে ভীষণ উদ্দীপ্ত বলে জানান তিনি।
 
গতকাল রাতেই ম্যানহাটনের হোটেলে সুষমার সঙ্গে দেখা করেন বান কি মুন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আধিকারিকেরা। হাত মেলানোর সময় "নমস্তে, ক্যায়া হাল চল রাহা হ্যায়'' বলে সুষমাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। ২১ জুন শেষ হওয়ার আগে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ যোগ দিবস পালন করবেন বলে জানান বান কি মুন। একমাত্র ইয়েমেন ছাড়া ১৯২টি দেশ যোগ দিবস পালন করবেন বলে বান কি মুনকে জানান সুষমা। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরকালে উষ্ণ আতিথেয়তার জন্য সুষমাকে ধন্যবাদ জানান বান কি মুন। আজ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট সাম কুতেসার সঙ্গে বৈঠক করবেন সুষমা।

 

.