৩৭০ ধারা রদকে সমর্থন করলে ভারতে ঢুকতে দেওয়া হবে, এমনটাই প্রস্তাব দিয়েছিলেন মোদী: জাকির নাইক
বেশ কয়েক বছর ধরেই তিনি দেশছাড়া। এক সময়ে উপসাগরীয় মুলুকে থাকলেও বর্তমানে তিনি রয়েছেন মালয়েশিয়ায়
![৩৭০ ধারা রদকে সমর্থন করলে ভারতে ঢুকতে দেওয়া হবে, এমনটাই প্রস্তাব দিয়েছিলেন মোদী: জাকির নাইক ৩৭০ ধারা রদকে সমর্থন করলে ভারতে ঢুকতে দেওয়া হবে, এমনটাই প্রস্তাব দিয়েছিলেন মোদী: জাকির নাইক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/11/228291-5.jpg)
নিজস্ব প্রতিবেদন: চাঞ্চল্যকর দাবি করলেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নাইক। তাঁর দাবি, মোদী সরকার চেয়েছিল তিনি কাশ্মীরে ৩৭০ ধারা রদকে সমর্থন করুন। তার পরিবর্তে ভারতে ঢুকতে দেওয়া হবে তাঁকে। তুলে নেওয়া হবে সব মামলা। একটি ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করলেন জাকির নাইক।
আরও পড়ুন-রাতে বেলুড় মঠেই থাকবেন প্রধানমন্ত্রী, আগামিকাল বসবেন ধ্যানে
ওই ভিডিয়োতে জাকির নাইক বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক প্রতিনিধি আমার সঙ্গে দেখা করেন কয়েক মাস আগে। ভারত সরকার চায় আমার মাধ্যমে মুসলিম দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো করতে। তাঁর সঙ্গে আমার বৈঠক হয়। ওই প্রতিনিধি গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুত্রযায়ায় এসেছিলেন। তিনি আমাকে বলেন, মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁদের নির্দেশেই তিনি আমার কাছে এসেছেন।’
নাইক জানিয়েছেন, ‘কয়েক ঘণ্টা ধরে ওই বৈঠক হয়েছিল। ওই প্রস্তাব শুনে আমি চমকে যাই। যে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে মাত্র ২ মিনিটে ৯ বার আমার নাম নিয়ে আক্রমণ করেন তাঁর পক্ষে এ জিনিস কীভাবে সম্ভব! আমি ৩৭০ ধারা রদ করাকে সমর্থন করার প্রস্তাব ফিরিয়ে দিই।’
আরও পড়ুন-কোচিতে বিস্ফোরণে ভেঙে পড়ল ১৮ তলা আবাসন, দেখুন ভিডিয়ো
উল্লেখ্য, দেশে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ রয়েছে জাকির নাইকের বিরুদ্ধে। এছাড়াও বিদেশ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। বেশ কয়েক বছর ধরেই তিনি দেশছাড়া। এক সময়ে উপসাগরীয় মুলুকে থাকলেও বর্তমানে তিনি রয়েছেন মালয়েশিয়ায়।