হুগলির কৃষ্ণপুরে এলোপাথাড়ি গুলিতে মৃত ১, আহত দুজনকে আনা হল কলকাতায়

গতকাল হুগলির কৃষ্ণপুর বাজারে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। আহত হয়েছেন বাবু পাল এবং অমিত মণ্ডল নামে দুইব্যক্তি। রাতের দিকে তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। পুলিসের দাবি, দু`দল দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জন্যই বুধবার কৃষ্ণপুর বাজারে গুলি চলেছে।

Updated By: Nov 21, 2013, 01:00 PM IST

গতকাল হুগলির কৃষ্ণপুর বাজারে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। আহত হয়েছেন বাবু পাল এবং অমিত মণ্ডল নামে দুইব্যক্তি। রাতের দিকে তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। পুলিসের দাবি, দু`দল দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জন্যই বুধবার কৃষ্ণপুর বাজারে গুলি চলেছে।
দুই গোষ্ঠীর মধ্যে প্রায় পঁচিশ রাউন্ড গুলি চলে। জনা ছয় দুষ্কৃতী বাইকে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও দুষ্কৃতীদের কাউকেই ধরা যায়নি। পুলিসের অনুমান, আহত বাবু পালই দুষ্কৃতীদের টার্গেট ছিল। অন্য ঘটনায় আগেই বাবুর বিরুদ্ধে পুলিসে অভিযোগ রয়েছে। দুষ্কৃতীদের গুলিতে মামণি মুর্মু নামে এক ছাত্রীর পায়ে গুলি লাগে।  

.