পুলিস পেটানোর ঘটনায় গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা অশোক কর
ঘোলায় পুলিস পেটানোর অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা অশোক কর ওরফে বুবাইকে।
ওয়েব ডেস্ক: ঘোলায় পুলিস পেটানোর অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা অশোক কর ওরফে বুবাইকে।
গতকাল রাতেই তাকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিস। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। পুলিসকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। যদিও এই ঘটনায় আরেক অভিযুক্ত সম্রাট চক্রবর্তী এখনও অধরা। গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার ৩ পুলিসকর্মীকে বেধড়ক মারধর করা হয়।
প্রসঙ্গত, গতকাল রাতে ঘোলা বাজার মোড়ে ডিউটি করছিলেন নৈশপ্রহরী বাপী দাস। সেই সময় সম্রাট চক্রবর্তী ও তার সঙ্গী অশোক করের সঙ্গে বচসা শুরু হয় বাপী দাসের। এরপরেই বাপীকে বেধড়ক পেটায় ওই দুজন। সম্রাট ও অশোককে বাধা দেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিসের নজরদারি ভ্যানের কর্মীরা। অভিযোগ, সেই সময় পুলিসের এক এএসআই ও দুই সিভিক ভলান্টিয়ারকেও মারধর করে সম্রাট ও অশোক। তাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। এরপর বাপীকে উদ্ধার করে নিয়ে আসেন পুলিস কর্মীরা।