২০১৬-র ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রাসের মেধা তালিকায় শহরের সঙ্গে পাল্লা দিল জেলাও

প্রকাশিত হল ২০১৬-র ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রাসের ফল। মেধা তালিকায় শহরের সঙ্গে সমানতালে পাল্লা দিল জেলাও। ১লক্ষ ৩০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রথম রাজারহাট DPS -এর যশবর্ধন দিদওয়ানিয়া। দ্বিতীয় স্থানে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র অভিষেক দত্ত। তৃতীয় স্থানে দুর্গাপুরের বিধানচন্দ্র ইন্সটিটিউশনের অর্পণ কোনার। দুর্গাপুরেরই হেমশীলা মডেল স্কুলের ছাত্র শৌনক নাথ মেধা তালিকায় চতুর্থ। ওই স্কুলেরই সমন্বয় সাধু পঞ্চম। মেরিট লিস্টে ষষ্ঠস্থানে সাউথ পয়েন্টের তমোঘ্ন ঘোষ। ধানবাদের DAV পাবলিক স্কুলের সুজয় ঘোষ মেধা তালিকায় সপ্তম। অষ্টম পার্কসাকার্স ডনবসকোর অর্কদেব সেনগুপ্ত। ক্যালকাটা বয়েজের আকাশ মণ্ডল এবার জয়েন্টে নবম। সাউথ পয়েন্টের ছাত্র ঐশিক পাঁজা জয়েন্টের মেধায় দশম।

Updated By: Jun 5, 2016, 04:49 PM IST
২০১৬-র ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রাসের মেধা তালিকায় শহরের সঙ্গে পাল্লা দিল জেলাও

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল ২০১৬-র ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রাসের ফল। মেধা তালিকায় শহরের সঙ্গে সমানতালে পাল্লা দিল জেলাও। ১লক্ষ ৩০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রথম রাজারহাট DPS -এর যশবর্ধন দিদওয়ানিয়া। দ্বিতীয় স্থানে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র অভিষেক দত্ত। তৃতীয় স্থানে দুর্গাপুরের বিধানচন্দ্র ইন্সটিটিউশনের অর্পণ কোনার। দুর্গাপুরেরই হেমশীলা মডেল স্কুলের ছাত্র শৌনক নাথ মেধা তালিকায় চতুর্থ। ওই স্কুলেরই সমন্বয় সাধু পঞ্চম। মেরিট লিস্টে ষষ্ঠস্থানে সাউথ পয়েন্টের তমোঘ্ন ঘোষ। ধানবাদের DAV পাবলিক স্কুলের সুজয় ঘোষ মেধা তালিকায় সপ্তম। অষ্টম পার্কসাকার্স ডনবসকোর অর্কদেব সেনগুপ্ত। ক্যালকাটা বয়েজের আকাশ মণ্ডল এবার জয়েন্টে নবম। সাউথ পয়েন্টের ছাত্র ঐশিক পাঁজা জয়েন্টের মেধায় দশম।

.