২৪ ঘণ্টার উদ্যোগে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
২৪ ঘণ্টার উদ্যোগে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। ক্যানিংয়ের জীবনতলায় ওই নাবালিকার বিয়ের খবর জানতে পেরেই মহিলা কমিশনকে জানিয়েছিলাম আমরা। কমিশনই খবর দেয় জেলার পুলিস সুপারকে। এর পরেই পদক্ষেপ নেয় প্রশাসন। বিয়ের দিন রাতেই রুখে দেওয়া হয় ওই কিশোরীর বিয়ে। পরিবারে প্রবল দারিদ্র্য, তাই মেয়ের বিয়ে দিতে উদ্যোগী হয়ে ছিলেন বাবা-মা।
ব্যুরো: ২৪ ঘণ্টার উদ্যোগে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। ক্যানিংয়ের জীবনতলায় ওই নাবালিকার বিয়ের খবর জানতে পেরেই মহিলা কমিশনকে জানিয়েছিলাম আমরা। কমিশনই খবর দেয় জেলার পুলিস সুপারকে। এর পরেই পদক্ষেপ নেয় প্রশাসন। বিয়ের দিন রাতেই রুখে দেওয়া হয় ওই কিশোরীর বিয়ে। পরিবারে প্রবল দারিদ্র্য, তাই মেয়ের বিয়ে দিতে উদ্যোগী হয়ে ছিলেন বাবা-মা।
কালিকাতলার গ্রাম পঞ্চায়েতের দরিদ্র কৃষক পরিবারের ওই মেয়েটি নবম শ্রেণীর ছাত্রী। বিয়ে ছিল রবিবার। খবর পেয়ে সেই রাতেই পৌছে যায় পুলিসবাহিনী। আটকান হয় নাবালিকার বিয়ে। দারিদ্র্যের কারণেই পরিবার তাঁর বিয়ে দিতে চেয়েছিল বলে জানিয়েছে মেয়েটি।