আইনে নেই, তাই কেন্দ্রে ফেরৎ গেল গ্রামের হাট উন্নয়ণের টাকা

আইনি জটিলতায় ফেরত গেল কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা। প্রস্তাব ছিল, আলিপুরদুয়ারের শালকুমার হাটে তৈরি হবে বহুমুখী হিমঘর। সেইমত বরাতও দেওয়া হয় একটি সংস্থাকে।কিন্তু কাজ পাওয়ার পরে অতিরিক্ত টাকা দাবি করে সংস্থাটি। সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত টাকা দেওয়ার ব্যবস্থা নেই। তাই বরাদ্দ করা টাকা ফেরত গেল সরকারের ঘরেই।  

Updated By: Dec 7, 2014, 10:58 AM IST
আইনে নেই, তাই কেন্দ্রে  ফেরৎ গেল গ্রামের হাট উন্নয়ণের টাকা

অলিপুরদুয়ার: আইনি জটিলতায় ফেরত গেল কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা। প্রস্তাব ছিল, আলিপুরদুয়ারের শালকুমার হাটে তৈরি হবে বহুমুখী হিমঘর। সেইমত বরাতও দেওয়া হয় একটি সংস্থাকে।কিন্তু কাজ পাওয়ার পরে অতিরিক্ত টাকা দাবি করে সংস্থাটি। সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত টাকা দেওয়ার ব্যবস্থা নেই। তাই বরাদ্দ করা টাকা ফেরত গেল সরকারের ঘরেই।  

দুহাজার বারোতে আলিপুরদুয়ারের শালকুমার হাটে একটি বহুমুখী হিমঘর তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঠিক হয় এক বছরের মধ্যে শেষ হবে কাজ। কিন্তু সময় পেরিয়ে গেলেও ওই প্রকল্পে এখনও পর্যন্ত একটা ইটও গাঁথা হয়নি। আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় জানিয়েছেন, প্রকল্পটা অন্য একটি জায়গা থেকে শালকুমার হাটে নিয়ে আসা হয়েছিল। তিনি বলেন, যে সংস্থাকে বরাত দেওয়া হয় , তারা পরে অতিরিক্ত টাকা দাবি করে। সরকারি নিয়মে এই বিষয়টি না থাকার দরুন কেন্দ্রের ঘরে ফেরত যাচ্ছে টাকা। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে , আরআইডিএফ-কুড়ির আওতায় নতুন করে প্রকল্প বাজেট জমা দিলে প্রকল্পের কাজ শুরু করা যাবে।

 

.